শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়া, এরশাদ ও খালেদা বাংলাদেশকে বিভক্ত করতে চেয়েছিলেন, বললেন নৌ প্রতিমন্ত্রী

শাহীন খন্দকার : ‘যে মাদ্রাসার কোনো স্বীকৃতি ছিল না, শিক্ষা ব্যবস্থায় কোনো সার্টিফিকিটে ছিল না- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করে মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতির ব্যবস্থা করেছেন। যারা দাখিল ফাযিল কামিল পাস করেছেন আজকে তারা সার্টিফিকেট পাচ্ছেন বঙ্গবন্ধু মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু সে ব্যবস্থা করেছিলেন। পাকিস্তানিরা ৭১ সালে বাংলাদেশকে যেভাবে বিভক্ত করতে চেয়েছিল জিয়া-এরশাদ-খালেদা জিয়ারা সেভাবেই বিভক্ত করতে চেয়েছিলেন। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষার কোনো বিকল্প নাই। কৃষি কাজ করতে গেলেও শিক্ষার প্রয়োজন। কারণ এখন সব কিছু যান্ত্রিক হয়ে গেছে। কোনটা সার আর কোনটা বিষ- সেটা জানার জন্য লেখাপড়ার প্রয়োজন আছে। বাংলাদেশের মানুষ এখন স্বাবলম্বী। অলস লোক ছাড়া কোনো মানুষ বেকার নাই। পাশাপাশি আমি আর একটি কথা বলতে চাই- আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র অন্যতম কারণ হচ্ছে মাদক। অন্য দেশ থেকে আমাদের দেশে মাদক আসছে। যে দেশ থেকে মাদক আসে সে দেশের ছেলে-মেয়েরা মাদক সেবন করে না। তরুণদের এ ষড়যন্ত্র বুঝতে হবে। তাদের এ দেশের দায়িত্ব নিতে হবে।’

মঙ্গলবার সকাল ১১টা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া দাখিল মাদরাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপরিক্ত কথাগুলো বলেন।

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী হাট মাধবপুর জামে মসজিদের নতুন ভবন ও দিনাজপুর-বোচাগঞ্জ-বকুলতলা সড়কের পুলহাট তুলাই নদীর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মোল্লাপাড়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান নবেল এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, বিরল উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রবিউল চৌধুরী, সাধারণ সম্পাদক আফছার আলী প্রমুখ।
সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়