শিরোনাম
◈ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের  উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ◈ নির্বাচনী মাঠ প্রস্তুত হচ্ছে, আস্থা রাখতে চায় দলগুলো ◈ বর্ডার-গাভাস্কার সিরিজ, ভারতের চাপে অস্ট্রেলিয়া ◈ কপ২৯: ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ ◈ মামলা করলে ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার করে পাওয়া যাবে ◈ কলকাতার মেট্রোরেলে নারী যাত্রীকে বাংলা বাদ দিয়ে হিন্দিতে কথা বলা নিয়ে বাকবিতণ্ডা (ভিডিও) ◈ বাংলাদেশসহ ১২৪ দেশে পা রাখলেই গ্রেফতার হবেন নেতানিয়াহু, দেশগুলো হল.. ◈ ‘বুক কাঁপে না  মিথ্যাচার করতে?’ ট্রলের জবাবে  উপস্থাপিকা দীপ্তি ◈ এবার পশ্চিমাদের ওপর হামলার ইঙ্গিত পুতিনের ◈ পাঁচটি দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরোনো দাপট দেখিয়েই রজার্স কাপের শিরোপা জিতলেন নাদাল

স্পোর্টস ডেস্ক : রজার্স কাপের শিরোপা নিজের কবজায় রেখে দিলেন রাফায়েল নাদাল। পুরোনো দাপট দেখিয়েই ধরে রেখেছেন নিজের আধিপত্য। রোববার রাতের ফাইনালে দুরন্ত পারফরম্যান্সে স্প্যানিশ টেনিস সুপারস্টার ধরাশায়ী করেছেন রাশিয়ান প্রতিপক্ষ দানিল মেদভেদেভকে।

ফাইনালে ১৮ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ক্লে-কোর্টের রাজা নাদাল সহজেই জিতে যান ৬-৩ ও ৬-০ ব্যবধানে। এটি স্প্যানিশ ম্যাটাডোরের পঞ্চম কানাডিয়ান শিরোপা। তবে শিরোপা ছিনিয়ে নিতে তার সময় লেগেছে মাত্র এক ঘন্টা ১০ মিনিট।

দারুণ এ জয়ে নিশ্চিত হয়েছে নাদালের ৩৫তম মাস্টার্স ১০০০ শিরোপা। এবারই প্রথম ক্লে-কোর্টের বাইরে কোনো আসরের ট্রফি ধরে রাখলেন নাদাল। তবে মন্ট্রিলে ট্রফি জিতেই সিনসিনাটি ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করেন সাবেক এ নাম্বার ওয়ান।

৩৩ বছরের নাদাল বলেন, ‘নিরেট একটি ম্যাচ খেললাম। সন্দেহ নেই এটা আমার সপ্তাহের সেরা ম্যাচ। শিরোপা জয়ের উপলক্ষ্যটা দারুণ উপভোগ করেছেন নাদাল, ‘হার্ড কোর্টে ফেরা আর শিরোপা জেতাটা অনেক গুরুত্বপূর্ণ। চুটিয়ে উপভোগ করেছি এটা।’

উদ্বোধনী গেমে একটি ব্রেক পয়েন্ট হাত ছাড়া করেন অষ্টম বাছাই মেদভেদেভ। সুযোগ মিস করার মাশুলও গুনতে হয়েছে তাকে। সার্ভে মেদভেদেভের হারে নাদাল এগিয়ে যান ৩-১ ব্যবধানে।প্রথম সেটের বাকি অংশটুকু টিকে ছিল সার্ভের ওপরই। ওয়ার্ল্ড নাম্বার টু নাদাল ফের একটি ব্রেক পয়েন্ট বাঁচান।

ফাইনালে উঠার পথে শীর্ষ দশের দুজন খেলোয়াড়কে হারানো মেদভেদেভ দ্বিতীয় সেটে নিজের পথ হারিয়ে ফেলেন। করে বসেন চারটি ডাবল ফল্ট। তার ব্যাক হ্যান্ড দূরবর্তী শট নাদালকে উপহার দেয় প্রথম ম্যাচ পয়েন্ট। ওয়ার্ল্ড নাম্বার নাইন মেদভেদেভ পুরো ম্যাচে আনফোর্সড এরর করেন অন্তত ২২বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়