শাহনাজ বেগম : জেরুজালেমের আল-আকসা মসজিদে রোববার ঈদের নামাজ আদায়ে সমবেত ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। এ ঘটনায় আহত ১৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে, তাদের মধ্যে ৪ জন পুলিশ রয়েছে বলে অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তা জানান। হামলার পর মসজিদুল আকসাকে ফিলিস্তিনসহ গোটা মুসলিম উম্মাহর ‘রেড লাইন’ উল্লেখ করে হামাসের বিবৃতিতে বলা হয়, যে কোনও মূল্যে ওই মসজিদের পবিত্রতা রক্ষা করা হবে। ইউরো নিউজ
ঈদুল আজহা উদযাপন করতে প্রায় লক্ষাধিক মুসলমানরা ঈদের নামাজ আদায় করতে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস শহরের আল-আকসা মসজিদে সমবেত হয়েছিলেন। একপর্যায়ে সমবেত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনারা হামলা করে। সে সময় দুজন ফিলিস্তিনি মুসলমানকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত মুকাদ্দাস শহরে মসজিদুল আকসা অবস্থিত। ৭০ বছরেরও বেশি সময় ধরে এটিকে ইসরায়েল দখল করে রেখেছে। এই মসজিদ মসজিদ মুসলমান ও ইহুদিদের উভয়ের জন্য পবিত্র স্থান। সম্পাদনা : আহসাম
আপনার মতামত লিখুন :