মেরাজ মেভিজ : ঈদের বিশেষ আকর্ষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানগুলো। চলুন এক নজরে দেখে নেয়া যাক কবে কখন কোন চ্যানেলে প্রচারিত হবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানগুলো। আর তাতে কি থাকছে...
আনন্দ মেলা: ঈদের দিন বিটিভিতে রাত ১০টা ২০ মিনিট। প্রযোজনা ও পরিচালনা মাহফুজা আক্তার। উপস্থাপনা ফেরদৌস, সাদিকা পারভিন পপি ও আল মনসুর। অনুষ্ঠানে গাইবেন ফাতেমা-তুজ-জোহরা, চিশতী বাউল ও ব্যান্ড ‘চিরকুট’। রয়েছে ফেরদৌস, পপি, শিবলী মহম্মদ ও শামীম আরা নিপার নাচ। থাকছে আরও বেশ কিছু নাট্যাংশ।
পরিবর্তন: ঈদের পরদিন বিটিভিতে রাত ১০টা ২০ মিনিট। গ্রন্থনা, পরিকল্পনা, নির্দেশনা ও উপস্থাপনা আনজাম মাসুদ। এবার রয়েছে ১৯টি পরিবেশনা। গান তিনটি। গেয়েছেন শওকত আলী ইমন, ইবরার টিপু, আরফিন রুমি, কিশোর, কর্নিয়া, বিন্দুকণা, বেলী আফরোজ, বৃষ্টি, পুলক অধিকারী, শাহরিয়ার রাফাত, জুলি ও বৃষ্টি মুত্সুদ্দী। থাকছে নৃত্যসহ নিয়মিত পরিবেশনাও।
পূরবী ঈদ আনন্দ: চ্যানেল আইতে ঈদের পরদিন সকাল ৯ টা ৩০ মিনিট।
উপস্থাপনায় কেকা ফেরদৌসী ও প্রতীক হাসান। বিভিন্ন গেম শোতে অংশ নিয়েছেন সাত সংগীতশিল্পী জুটি।
ভালোবাসার বাংলাদেশ: চ্যানেল আইতে ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিট।
উপস্থাপনা জিল্লুর রহমান। অতিথি রাজনীতিসহ নানা পেশার বিশিষ্টজন।
কৃষকের ঈদ আনন্দ: ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিট।
পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা শাইখ সিরাজ। থাকছে গ্রামের কিষাণ-কিষাণীদের নিয়ে চমকপ্রদ সব খেলা। এবারের পর্ব ধারণ করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া চা বাগানে।
পাঁচফোড়ন: ঈদের তৃতীয় দিন এটিএন বাংলায় রাত ১০টা ৩০ মিনিট।
নির্মাণে ফাগুন অডিও ভিশন। উপস্থাপনায় মীর সাব্বির ও সাজু খাদেম। দুই বন্ধুর আলাপে উঠে আসবে কোরবানির ঈদ ঘিরে মজার সব আলোচনা। থাকবে তিনটি গান। একটি গেয়েছেন বাউল শফি মন্ডল। রবি চৌধুরী ও আঁখি আলমগীরের দ্বৈত একটি, অন্যটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কোরবানি দেয়া নিয়ে। এর সঙ্গে নেচেছেন একদল নৃত্যশিল্পী। এছাড়া থাকবে দুটি প্রতিবেদনসহ নানা পরিবেশনা। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
আপনার মতামত লিখুন :