আমিন মুনশি : মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আজ রোববার পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরেন তাঁরা। দিনভর আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগীর পর মুজদালিফায় রাত কাটিয়েছেন মুসল্লিরা।
মহান আল্লাহর কাছে পাপমুক্তির জন্য নফল ইবাদত ও জিকির আজগারে মশগুল ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া ২৪ লাখেরও বেশি মানুষ। পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করে রেখেছেন পাথর। মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে ইতোমধ্যে মিনায় প্রতীকি শয়তানকে জামারাতে সংগ্রহ করা পাথর নিক্ষেপ করে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন হাজিরা।
পশু কোরবানির পর মাথা মুণ্ডন করে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় ত্যাগ করেন। এরপর আবার মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ ও দুই পাহাড় সাফা-মারওয়ায় সাতবার দৌড়াবেন হাজিরা। আগামী ১১ ও ১২ জিলহজ মিনায় তিন শয়তানকে কঙ্কর মারবেন হাজিরা। আর এসবের মাঝেই আল্লাহর নৈকট্য লাভ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় চলবে ইবাদত-বন্দেগি। পরে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন তারা। (সূত্র: উর্দু নিউজ.কম)
আপনার মতামত লিখুন :