শিরোনাম
◈ জাহাজে ৭ খুনের ঘটনা তদন্তে কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সারওয়ার আলম ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি ◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিস্নাত আরাফাত, বাংলাদেশে ঈদ সোমবার

সাজিয়া আক্তার : পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে শনিবার পবিত্র হজ পালন করেছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। আরাফাতের ময়দানে এদিন বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে অনেক হাজি বৃষ্টি থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করেন। অনেকে আবার প্রবল ঝড়-বৃষ্টির মধ্যেই অবিচল থেকে পথ চলেছেন। তবে এই বৃষ্টিকে তারা সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবেই উল্লেখ করেছেন। দেশরূপান্তর

সোমবার বাংলাদেশে পালিত হবে মুসলমানদের সর্ববৃহৎ দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। এই দিনে আল্লার সন্তুষ্টি লাভের আশায় পশু জবাই করে কোরবানি দেন সামর্থ্যবান মুসলমানরা।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান শনিবার সকাল থেকেই সমবেত হতে থাকেন সৌদি আরবের মক্কা শহরের আরাফাতের ময়দানে। সূর্যোদয়ের পর হাজিরা মিনা থেকে ট্রেনে, বাসে ও হেঁটে রওনা হন আরাফাতের ময়দানের দিকে। এ সময় লাখো কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার) ধ্বনিতে মুখরিত হয় পুরো আরাফাতের ময়দান।

আরব নিউজের খবরে জানানো হয়েছে, বৃষ্টি শুরুর কয়েক মিনিটের মধ্যেই সড়কে পানি জমতে শুরু করে। এই বজ্রবৃষ্টিতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আকস্মিক বন্যার কবল থেকে বাঁচতে মক্কা শহর কর্তৃপক্ষ হাজিদের নিচু এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।

ঈদুল ফিতরের মতো নতুন চাঁদ দেখতে হবে হবে না। দিনক্ষণ আগেই ঠিক। বাংলাদেশে সোমবার পালিত হবে মুসলমানদের সর্ববৃহৎ দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। এই দিনে আল্লার সন্তুষ্টি লাভের আশায় পশু জবাই করে কোরবানি দেন সামর্থ্যবান মুসলমানরা। এরই মধ্যে কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে। যারা কেনেননি তারা আজ শেষ দিনে হাট থেকে পশু কিনবেন। প্রিয় জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

হিজরি সাল অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। তাই কাল হিজরি ১৪৪০ সালের জিলহজ মাসের ১০ তারিখ। ঈদুল আজহা আমাদের দেশের মানুষের কাছে ‘কোরবানির ঈদ’ বার বকরাঈদ (বকরিদ) নামেও পরিচিত। কোরবানির পশু কেনা, তার যত্ন-পরিচর্যাতেই ঈদের মূল প্রস্তুতি ও আনন্দ। ইতিমধ্যে সারা দেশে জমে উঠেছে কোরবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়