বেলাল হোসেন : জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাবের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং তদন্তে স্বাধীন কমিশন গঠনের যে সুপারিশ করেছে, বাংলাদেশ সরকার তা নাকচ করেছে। বিবিসি বাংলা
শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রতিষ্ঠান হিসেবে র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি তদন্তের যে সুপারিশ করেছে সরকারের কাছে তা গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের ওই কমিটির সুপারিশ মূলত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং গুমের অভিযোগ করেছে এই কমিটি। জাতিসংঘের কমিটি একথা উল্লেখ করেছে যে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে হেফাজতের মৃত্যুসহ বিচার বহির্ভূত হত্যকাণ্ডের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের কোন ফৌজদারি তদন্ত বা বিচার হয়নি। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে র্যাবের বিরুদ্ধে তদন্তের কথা এসেছে। আর জাতিসংঘের কমিটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে র্যাবের বিরুদ্ধে অভিযোগ তদন্তের সুপারিশ করেছিলো।
এর প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, যদি কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভাগীয় পর্যায়ে তদন্ত করা হবে। আর যদি তাদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হয় সে ক্ষেত্রে আমার স্পষ্ট কথা, আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :