শিরোনাম
◈ জাহাজে ৭ খুনের ঘটনা তদন্তে কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সারওয়ার আলম ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি ◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ১১:১০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি কি আরাফার ময়দানে? স্বপ্ন নয় তো!

আমিন মুনশি : আজ পবিত্র হজের দিন। ‘বহু বছর ধরে আমার কল্পনায় ছিলো হজ করার। আমি ভাবতাম, জীবনে কখনো হজে যেতে পারবো কিনা! আমার ভাগ্যে এই সৌভাগ্য হবে কিনা! এখানে আসার পর আমার মনে হচ্ছে, আমি এখন স্বপ্ন দেখছি না তো? সারাজীবন পুলিশে চাকরি করে এতো টাকা উপার্জন করতে পারিনি যে, হজের মতো গুরুত্বপূর্ণ আমলটি করতে পারবো। অবসরের পর সঞ্চয়ের টাকা মিলিয়ে দেখার পর আবার স্বপ্ন বুনতে লাগলাম, আমি হজ করতে যাবো। আরাফার ময়দান দেখবো।’ জাবালে রহমতের ছায়ায় উর্দু নিউজের সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন পাকিস্তানের ওকারা শহর থেকে আগত হাজি আবদুস সামাদ খান।

আরাফার ময়দানে এখন সারাবিশ্ব থেকে আগত হাজি সাহেবগণ অবস্থান করছেন। হজের একটি বড় রুকন আরাফার ময়দানে জড়ো হওয়া। এটি আরাফার ময়দানের পাশের একটি পাহাড়। যা সারা বছরে মাত্র এই একদিন ব্যবহৃত হয়। হাজি আবদুস সামাদ বলছিলেন, ‘আমি সবসময় চিন্তা করতাম- জীবনে কখনও কী যাওয়া সম্ভব হবে আল্লাহর ঘরে। আল্লাহর মেহমান হয়ে! আজ আমার কাছে মনে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন। আমার প্রতি রহমত দান করেছেন।’

শিয়ালকোর্ট থেকে আগত আরেকজন হাজি কারি আবদুল জলিল বলেন, ‘আজকের দিনে আমি বিশ্বের সকল মুসলমানের ঐক্য এবং শান্তির জন্য দোয়া করছি। গত বছর ওমরা করার জন্য এখানে আসার সৌভাগ্য হয়েছিলো। ওই সময় আমি দোয়া করেছিলাম, আল্লাহ পাক যেন আমাকে ফরজ হজ আদায় করার তাওফিক দান করেন। আল্লাহর শোকর, এ বছরই আমার হজ করার সুযোগ হয়ে গেলো।’ হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্দেশে কারি আবদুল জলিলের বক্তব্য, এখানে লাখ লাখ হাজি একত্রে অবস্থান করে থাকেন। তাই এখানের শৃঙ্খলা যতো ভালো হবে, ততোই সবার কাছে আপনারা প্রশংসিত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়