রমজান আলী : দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদুল আযহা কোরবানির গরু কেনার পাশাপাশি ঈদের জন্য আতর, টুপি, জায়নামাজ ও তসবি কেনার ধুম পড়েছে বাজারে। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নামাজ আদায় করতে এসব পণ্য কেনায় ব্যস্ত ক্রেতারা।
শনিবার রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, কাঁটাবন মসজিদ মার্কেট, পল্টন, মৌচাক মার্কেট, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানে এখন টুপি ও আতর বিক্রি হচ্ছে দেদার। তসবি এবং জায়নামাজও কিনছেন অনেকে।
ঈদের নামাজের অন্যতম অনুষঙ্গ টুপি। বিভিন্ন মার্কেটে দেশে বানানো টুপির পাশাপাশি পাওয়া যাচ্ছে চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান ও দুবাইয়ের টুপি। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মালয়েশিয়ার তৈরি বেলবেট কাপড়ের মাহাথির টুপি। যার প্রতিটির দাম ২ হাজার ৫শ টাকা। এ ছাড়াও ইন্ডিয়ান বুরি টুপি দেড় হাজার, সৌদির বুগিস টুপি ৫শ থেকে দেড় হাজার টাকা এবং পাকিস্তানি টুপি ২শ থেকে ১ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। দেশে তৈরি ভালোমানের একেকটি গোল টুপির দাম পড়বে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। আরেকটু উন্নতমানের টুপি কিনতে ব্যয় হবে ২৫০ থেকে ৬শ টাকা।
বিভিন্ন মান ও প্রকারের (সিঙ্গেল ও ডাবল) জায়নামাজ পাওয়া যাচ্ছে ৩শ থেকে ৬ হাজার টাকার মধ্যে। দেশে তৈরি জায়নামাজের পাশাপাশি বাজারে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, বেলজিয়াম, তুরস্ক ও সৌদি আরবের জায়নামাজও। মান ও কাপড়ভেদে কম-বেশি হয় জায়নামাজের দাম। সবচেয়ে বেশি দামি তুরস্কের আইডিন কোম্পানির জায়নামাজ। এগুলো পাওয়া যাচ্ছে ৩ হাজার থেকে ৬ হাজার টাকার মধ্যে।
বাজার ঘুরে দেখা গেছে, কাঠ, পাথর, ক্রিস্টালসহ নানা ধরনের তসবি বিক্রি হচ্ছে। এর মধ্যে ইউজার পাথরের তৈরি তসবির দাম ৬ হাজার টাকা। এ ছাড়া ক্রিস্টালে তৈরি তসবি ১০০ থেকে ২০০, চন্দন কাঠের তসবি দেড় হাজার, জয়তুনের তসবি ১ হাজার ২০০, টাইগর তসবি ২ হাজার টাকা এবং অন্যান্য কাঠের তৈরি তসবি ৫০ থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
দামি আতরের মধ্যে রয়েছে আম্বর কস্তুরি, যার তোলা তিন হাজার থেকে ১২ হাজার টাকা। কিসওয়াতুল কাবা আতর ৫ হাজার থেকে ১০ হাজার টাকা এবং দেশি সাধারণ আতর পাওয়া যাচ্ছে ৩শ থেকে ৬শ টাকার মধ্যে। প্রতি শিশি সৌদি রয়্যাল ম্যারেজ ৩শ, ওয়ান ম্যান শো ৪২০, শপিজ ৬শ, সাফসাফা ২শ, দুবাইয়ের সুলতান ৫২০, ভারতের কোবরা ৬৫০, বোম্বে দরবার ৩শ, নূর ৭শ এবং ইরানি গাউজ আতর ৩৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আফজারা আতর-টুপি হাউসের মালিক আবু বকর সিদ্দিক জানান, বিক্রিও ভালো হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে মালয়েশিয়ার তৈরি বেলবেট কাপড়ের মাহাথির টুপি।
আতর টুপি কিনতে আসা আরিফ বলেন, টুপি কিনতে এসেছি। আমি এবং আমার ৬ বছরের ছেলের জন্য টুপি কিনব। ঈদের নামাজের জন্য নতুন জায়নামাজ কিনবো। তবে দাম আগের তুলনায় অনেকটাই বেশি।সম্পাদনা : মিঠুন, সুতীর্থ
আপনার মতামত লিখুন :