শিরোনাম
◈ ঢাকার সঙ্গে বাণিজ্য নরম সুর ভারতের, সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন করতে যাচ্ছে দিল্লি ◈ ইসরাইল দখল করতে ছাত্রদলের এক মিনিট সময় লাগবে না শীর্ষক মন্তব্য করেননি সংগঠনটির সভাপতি ◈ কাতার সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন দুই নারী ক্রিকেটার ও ফুটবলার ◈ দূতাবাসে সেবা মিলছে না ঘুষ ছাড়া বরং উল্টো দেশে পাঠিয়ে দেওয়ার হুমকী: পুনরুদ্ধার হয়নি ইরাকের শ্রমবাজার! ◈ ‘কিছু বাধা রয়েছে, আমাদের সেগুলো অতিক্রম করে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করতে হবে’ ◈ শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল ◈ ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের তাগিদ বাংলাদেশের (ভিডিও) ◈ ২৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে রাজধানীর যে সড়কে  ◈ চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত, বিশেষ অভিযান চলছে: সেনাবাহিনী ◈ মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে প্রত্যাখ্যান করি : প্রেস সচিব

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ১০:৩৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামাল ক্লাব কাপে খেলতে রাজি হয়েছে কলকাতার মোহনবাগান

আক্তারুজ্জামান : অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে তরফদার রুহুল আমিনের। এ বছরের অক্টোবরে মাঠে গড়াবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। এ টুর্নামেন্টে অংশ নিতে রাজি হয়েছে কলকাতার মোহনবাগান। ক্লাব কমিটি খুব করে চেয়েছিলো ইস্টবেঙ্গল ও মোহনবাগান এবারের আসরে খেলুক। এদেরকে রাজি করাতে কলকাতায় গিয়েছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। মোহনবাগানের সঙ্গে প্রথম সভায় সফলও হয়েছেন তিনি। খবর : প্রথম আলো।

অক্টোবরের মাঝামাঝি হবে আন্তর্জাতিক টুর্নামেন্টটি। ৮ ক্লাবের টুর্নামেন্টে মোহনবাগানের মূল দলটাই আসবে বলে কলকাতা থেকে। তথ্য নিশ্চিত করেছেন রুহুল আমিন, ‘মোহনবাগান ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমরা আজই প্রথম আলোচনায় বসেছিলাম। তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে শেখ কামাল ক্লাবে অংশগ্রহণ করার জন্য সম্মতি দিয়েছে। আমাদের টুর্নামেন্টটিকে তারা আই লিগের প্রস্তুতি হিসেবে নিচ্ছে।’

শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল বলা হয় কলকাতার জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে। এবার এই দুই দলকে একসঙ্গে নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রামে আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ৫টি বিদেশি দল রাখতে চায় আয়োজক চট্টগ্রাম আবাহনী।

ভারতের দুই ক্লাব থাকলে টুর্নামেন্টের জৌলুশ বেড়ে যাবে বহুগুণ। ২০১৫ সালে প্রথম শেখ কামাল টুর্নামেন্টে খেলতে এসেছিল ইস্টবেঙ্গল। সেবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। প্রথম আসরে তাদের খেলা দেখার জন্য গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক। তাই আবার ইস্টবেঙ্গলকে নিয়ে আসার চেষ্টা আয়োজকদের।

বাকি তিনটি বিদেশি দলের জন্য মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। আর বাংলাদেশের তিন ক্লাব হলো আয়োজক চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নবাগত বসুন্ধরা কিংস। এবার অংশগ্রহণকারী দলগুলোকে দেওয়া হবে ১০ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দলের পুরস্কারের পরিমাণটা হতে পারে ৩০ হাজার মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়