শিরোনাম
◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ‘বঙ্গবন্ধু রেল সেতু’র নাম পরিবর্তন ◈ হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক ◈ গত ১৫ বছর বাংলাদেশের গণমাধ্যম অনেক ক্ষেত্রে তাঁবেদারি করেছে : প্রেস সচিব  ◈ উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ ভাতা বৃদ্ধির দাবীতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা ◈ রাজধানীর যেসব সড়ক কাল বন্ধ থাকবে, বিকল্প পথে চলার পরামর্শ ◈ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোহিঙ্গাদের ফেরাতে যে কৌশলের কথা জানালেন ◈ শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাখাইন রাজ্যের মিলিটারি সদরদপ্তর আরাকান আর্মির দখলে, সতর্ক উখিয়া-টেকনাফ সীমান্ত

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ০৯:৪৫ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দলের সাবেক ক্রিকেটারের কাছ থেকেই ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেন উমর আকমল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমলকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন দেশটির সাবেক এক ক্রিকেটার। কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে উইনিপেগ হকসের হয়ে খেলছেন আকমল। সেখানে তাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট এবং ৪১ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান মনসুর আখতার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিভাগকে আকমল নিজেই এ কথা জানিয়েছেন।

পিসিবির সূত্র মারফত সংবাদমাধ্যম জানিয়েছে, কিছুদিন আগে গ্লোবাল টি-টুয়েন্টি লিগের আয়োজক ও পিসিবিকে এ কথা জানান আকমল। মনসুর আখতার উইনিপেগ হকস ম্যানেজমেন্টের অংশ ছিলেন। টেস্টে সেঞ্চুরির মুখ দেখা মনসুর একসময় পাকিস্তান ক্রিকেটে প্রতিশ্রæতিশীল ব্যাটসম্যান ছিলেন। ১৯৭৭ সালে ওয়াহেদ মির্জার সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৫৬১ রান তোলার রেকর্ডও গড়েছিলেন মনসুর, যা টিকে আছে আজও। সাবেক এ ক্রিকেটারই গ্লোবাল টি-টুয়েন্টি লিগে আকমলকে কয়েকটি ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন। আকমল এ নিয়ে অভিযোগ করায় বিষয়টি জানাজানি হওয়ার পর মনসুরের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সংবাদমাধ্যম।

পাকিস্তানের বিশ্বকাপ দলে সুযোগ পাননি আকমল। জাতীয় দলে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। মিডল অর্ডার এ ব্যাটসম্যান এর আগে বেশ কয়েকবার ম্যাচ পাতানো বিতর্কে জড়িয়েছেন। এর আগে একবার এক টিভি চ্যানেলকে বলেছিলেন, ২০১৫ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। এ ছাড়া হংকং সুপার সিরিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও নাকি ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন আকমল। সবশেষ গ্লোবাল টি-টুয়েন্টি লিগের ঘটনাটি তদন্ত করছে আইসিসিও। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়