শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমিঙ্গো যোগ্য কিন্তু তাকে আরও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, জানালো বিসিবি

আক্তারুজ্জামান : বোলিং লাইনের দুই কোচ নিশ্চিত টাইগারদের। এখন অপেক্ষা মূল কোচের। যে পদের জন্য আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলো। বাংলাদেশ দলের প্রধান কোচ পদে নিয়োগ পেতে সাক্ষাতকার দিতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গো। তিন ঘণ্টার সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। কিন্তু রাসেলের সঙ্গে কি কথা হয়েছে সেটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার সাবেক এ কোচের প্রেজেন্টেশনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আনাম, জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান ও ইসমাইল হায়দার মল্লিক।

সাক্ষাৎকার শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট নিয়ে কী চিন্তা করেন এ বিষয়ে তার ভাবনা পরিবেশন করেছেন। কীভাবে তিনি কাজ করতে পারবেন, পারফরম্যান্স কেমন হবে; সবকিছু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। বিসিবির জন্য এটা সন্তোষজনক ছিলো।’

দুই ভাবে নিজের পরিকল্পনা বিসিবির পরিচালকদের সামনে তুলে ধরেন ডোমিঙ্গো। যার একটি হলো ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে এবং অপরটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। তার পরিকল্পনা ভালোই লেগেছে বলে জানালেন সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত বিসিবির আরেক পরিচালক। তবে বাংলাদেশ দলের প্রধান কোচ হতে ডমিঙ্গোর কঠিন প্রতিদ্ব›িদ্বতাই করতে হবে।

প্রোটিয়া এ কোচের চেয়েও খ্যাতিমান দু-তিনজন কোচ বিসিবির হাতে আছে ঈদের আগে তাদের সাক্ষাৎকারও হয়ে যেতে পারে। বাকিদের উপস্থাপনাও যদি ভালো হয়, বাংলাদেশ দলের কোচ হওয়ার দৌড়ে ডোমিঙ্গোর পিছিয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে বলে জানিয়েছে বিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়