স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রধান কোচ হাথুসিংহের সঙ্গে চুক্তি অব্যাহত রেখে জেরোমে জয়ারত্নেকে নিয়োগ দেয় শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এবার প্রধান নির্বাচক পথেও এনেছে পরিবর্তন। অশান্থা ডি মেলকে করা প্রধান নির্বাচক।।
সেই সঙ্গে নির্বাচক কমিটির সদস্য চামিন্দা মেন্ডিসও আগের দায়িত্ব পালন করবেন। নির্বাচক কমিটিতে নতুন করে যোগ হয়েছেন ভিনোথান জন। এই তিনজনের সমন্বয়ে গঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
৫ আগস্ট থেকে তাদের নতুন কমিটির কার্যক্রম শুরু হয়েছে বলে জানানো হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে লঙ্কান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন কুরুপ্পুকে।
কমিটি থেকে বাদ পড়েছেন আরেক সাবেক ক্রিকেটার হেমন্থা উইকরামারাত্নে। মূলত বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরমেন্সের কারণে নির্বাচক কমিটি ঢেলে সাজিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই নতুন এই নির্বাচক কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী ১৪ আগস্ট।
আপনার মতামত লিখুন :