মুসবা তিন্নি : ভালো বন্ধু-সহকর্মী এরপর ঘরনি, চুয়াল্লিশ বছরের সম্পর্কে ছেদ ৷ স্বামী-পরিজনদের রেখে অমৃতলোকের পথে সুষমা স্বরাজ ৷ প্রিয় বান্ধবীকে হারিয়ে বড্ড একা স্বামী স্বরাজ কৌশল। একসঙ্গে কাটানো মুহূর্ত আজ শুধুই স্মৃতি ৷ আর বুদ্ধিদীপ্তভাবে তাঁর টুইটের জবাব দেবেন না, একথা ভেবেই নিশ্চুপ হয়ে গিয়েছেন তিনি ৷ সংবাদ প্রতিদিন
ছোট থেকে পড়াশোনার প্রতি আকর্ষণ ছিলো সুষমার ৷ সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি ৷ এরপর ভাবেন আইন নিয়ে পড়বেন ৷ তিনি ভর্তি হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে৷ সেখানেই সহপাঠী হিসাবে পান স্বরাজ কৌশলকে৷ ভালো বন্ধু হয়ে যান দুজনে৷ একসঙ্গে পড়াশোনা করার সুবাদে বই-খাতা আদানপ্রদান লেগেই থাকতো ৷ কিন্তু বই-খাতা আদানপ্রদানেই আটকে থাকলেন না দুজনে ৷ হয়ে গেল মন দেয়া-নেয়াও ৷ কলেজ জীবন থেকেই একে অপরের সঙ্গে পথচলার অঙ্গীকার করে ফেলেন সুষমা-কৌশল ৷ কিন্তু পরিবার মেনে নেয়নি তাঁদের সম্পর্ক ৷ তবে যাই হোক না কেন, দুজনে হাত ছেড়ে হাঁটার কথা ভুলেও ভাবেননি কেউ ৷ তাই তো প্রায় পরিবারের বিরুদ্ধে গিয়েই ১৯৭৫ সালের ১৩ জুলাই পরিণতি পায় সুষমার প্রেম ৷ স্বরাজ কৌশলের সঙ্গে সাতপাকে বাধা পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী সুষমা৷
সময় যতো গড়িয়েছে, ততোই বেড়েছে কাজের চাপ ৷ আইনজীবী থেকে ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন সুষমা ৷ হয়ে উঠেছেন প্রকৃত অর্থে জননেত্রী ৷ কর্মসূত্রে বহু বছর ভিন শহরে দিন কাটিয়েছেন ব্যস্ত দম্পতি ৷ তবে সম্পর্কের উষ্ণতা ছিল একইরকম ৷ প্রতি মুহূর্তে নতুন করে নিজেদের আবিষ্কার করেছেন সুষমা-কৌশল ৷ বারবার প্রেমে পড়েছেন একে অপরের ৷ তাদের মিষ্টি মধুর সম্পর্কের সাক্ষী নেটিজেনরাও ৷ দুজনের টুইটে মিলতো গভীর ভালবাসার প্রকাশ ৷ বেশ কয়েক বছর আগে কিডনির সমস্যা দেখা দেয় সুষমার ৷ তাই সপ্তদশ লোকসভা নির্বাচনে অংশ নেননি বিজেপির দুঁদে নেত্রী ৷ এই ইস্যুতে টুইটে স্ত্রীকে পরামর্শ দেন স্বরাজ কৌশল ৷ তিনি লিখেছিলেন, ‘‘আমার মনে পড়ছে মিলখা সিং একদিন দৌড় থেকে ছুটি নিয়েছিলেন৷ নির্বাচনে অংশ না নেয়ার জন্য ধন্যবাদ৷
গত ১৩ জুলাই ছিলো সুষমার বিবাহবার্ষিকী ৷ ৪৪তম বিবাহবার্ষিকীও পালন করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ বহু বছর হাতে হাত রেখে কাটানোর স্বপ্ন দেখেছিলেন সুষমা-কৌশল৷ তবে এভাবে ছন্দপতন মেনে নিতে পারছেন না স্বরাজ কৌশল৷ প্রিয় বান্ধবীকে হারিয়ে বাকরুদ্ধ তিনি ৷ সম্পাদনা : আহসান/মহসীন
আপনার মতামত লিখুন :