শিরোনাম
◈ জাহাজে ৭ খুনের ঘটনা তদন্তে কমিটি, ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন ◈ রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সারওয়ার আলম ◈ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি, যা বলল দিল্লি ◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের ডিজিটাল মেশিন ঈদে ৫০ হলে

আবু সুফিয়ান রতন : সিনেমার হলের উন্নয়নে ও চলচ্চিত্র ব্যবসার প্রসার ঘটাতে দেশের হলগুলোতে উন্নতমানের প্রজেক্টর ও সার্ভার বসাচ্ছেন শাকিব খান। এতে করে দেশের চলচ্চিত্র ব্যবসা দ্রুত বেগবান হবে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস।। তিনি বলেন, আমাদের হলে আমাদের দর্শক ধরে রাখতে ও দর্শক ফেরাতে উন্নত প্রযুক্তি প্রয়োজন, তাই আমরা শাকিব খানের প্রস্তাব গ্রহণ করেছি। আমরা আশা করছি ঈদুল আজহার আগেই হয়তো ৪০/৫০টি সিনেমা হলে এই প্রজেক্টর সরবরাহ করা হবে। তবে প্রজেক্টর ও সার্ভার সরবরাহ করতে সিনেমা মালিকদের এখনই কোনো টাকা দিতে হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদিপ কুমার দাস।

বর্তমানে দেশের অধিকাংশ হলগুলো জাজের প্রজেকশন বেশিন বসানো। যার অধিকাংশই এখন অকেজো দাবী করে প্রদর্শক সমিতির এ নেতা বলেন, এর আগে আমাদের সিনেমা হলগুলোতে জাজ মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়েছিলো, যেগুলোর অধিকাংশই এখন অকেজো। অনেকগুলো প্রজেক্টর কোনো কাজ করছে না এখন। এ অবস্থায় শাকিব খান হলগুলোর মান বৃদ্ধিতে এগিয়ে আসছেন। তার নিজস্ব কোম্পানির মাধ্যমে উন্নত প্রযুক্তির প্রজেক্টর ও সার্ভার সরবরাহ করবেন বলে আমাদের সমিতিকে জানিয়েছেন। তার এ প্রস্তাব আমরা গ্রহণ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসকে ফিল্মসের এই নতুন প্রজেক্টের কারিগরি কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার। এই প্রজেক্টের আগামী পরিকল্পণা নিয়ে কথা বলেন তিনি। জানান, আমরা আগামী ১৫ বছরকে টার্গেট করে আমেরিকা থেকে এই প্রজেক্টর ও সার্ভার নিয়ে এসেছি। এরইমধ্যে ৭টি হলে এই প্রজেক্টরের মাধ্যমে ৩টি সিনেমা প্রদর্শন হচ্ছে। এখান থেকে কোনো প্রকার অভিযোগ আসেনি, বরং প্রশংসা পেয়েছি। আমাদের সার্ভার কেন্দ্রীয়ভাবে অনলাইনের আওতায় থাকবে, কোনো অসাধু ব্যক্তি এখান থেকে আলাদা কোনো ক্যামেরায় ছবি ধারণ করতে পারবে না। ধারণ করলেও তা স্পষ্ট দেখাবে না।

সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, সহ-সভাপতি আর এন ইউনুস রুবেল, সহকারী সাধারণ সম্পাদক শরফুদ্দিন এলাহী সম্রাট, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে ওই সময়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বর্তমান সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ অনুপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়