উত্তম হাওলাদার,কলাপাড়া : বঙ্গোপসাগরে ১৩ জন জেলে নিয়ে এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরা ট্রলার গত শনিবার ডুবে গেছে। এ ঘটনায় ১১ জেলে উদ্ধার হলেও রবিউল (২২) ও রাজা মিয়া (৩৫) নামের দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেরা গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধারের জন্য রোববার থেকে একাধিক মাছ ধরার ট্রলার সাগরে যাত্রা করেছে বলে মহিপুরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা জানিয়েছেন।
উদ্ধারকৃত জেলেরা জানান, গলাচিপার আব্দুর রবের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি গত ৯ দিন আগে ১৩ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যায়। গত শনিবার বিকালে ট্রলারটি মাছ নিয়ে ফেরার পথে পায়রা বন্দরের দ্বিতীয় বয়া সংলগ্ন এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।
ঘটনাস্থলে মাছ ধরা অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করতে সক্ষম হলেও দুই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ওই জেলেরা জানান।
মহিপুর মৎস্য বন্দর মালিক সমিতির সহ-সভাপতি আব্বাস উদ্দিন হাওলাদার জানান, কয়েক ঘণ্টা সাগরে ভাসার পর অন্য মাছ ধরা ট্রলারের জেলেরা ১১ জেলেকে উদ্ধার করলেও দুই জেলের খোঁজ পাওয়া যায়নি। সম্পাদনা: সুতীর্থ
আপনার মতামত লিখুন :