জবি প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক দশক পূর্তি উদযাপন করা হয়েছে। ৪ আগষ্ট রবিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘আমাদের এক দশক’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী বলেন, পূর্বে যারা সাহিত্যিক ছিলেন, তারাই সাংবাদিকতা করতো। সাহিত্য ছাড়া সাংবাদিকতা ভাবা যায় না। সাংবাদিকতা করতে হলে সাহিত্যের প্রয়োজন রয়েছে। সাংবাদিকতায় সৃজনশীলতার শিল্পগুণ শেখা উচিত।
এ সময় তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু একাডেমিক পড়াশুনা করলে হবে না। এটার পাশাপাশি অন্যান্য বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। বই না পড়লে মনের মুক্তি হবে না। বই পড়াটা শুধু পড়ার জন্য না, বই পড়াটা জীবনের জন্য। আর বেশি টেলিভিশন দেখা যাবে না। কারণ এটা মানুষের সৃজনশীলতার বিকাশে বাধাগ্রস্ত করে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চেয়ারপারসন অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের পক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম বক্তব্য রাখেন। এছাড়া দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক সুকান্ত গুপ্ত অলোক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বেলা ২টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের ৩০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হয়।
সম্পাদনা: আমিরুল ইসলাম
আপনার মতামত লিখুন :