শিরোনাম
◈ দেশবাসীর প্রতি মাওলানা মিজানুর রহমান আজহারির আহ্বান ◈ অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতায় তিন মাস ◈ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নানা মন্তব্য ◈ অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না : তারেক রহমান ◈ ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ : তারেক রহমানের বিবৃতি ◈ কী হয়েছিল জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে? ভিডিও ◈ হিলি স্থলবন্দরে একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কিছুটা কমেছে দাম ◈ এমবাপ্পেকে ছাড়াই নেশন্স লিগের জন্য দল ঘোষণা করলো ফ্রান্স ◈ তৃণমূল থেকে ক্রিকেটার বের করার লক্ষ্যে জিয়া টুর্নামেন্ট সোমবার শুরু ◈ ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসক কেন ৪২ বছর বয়সে আইপিএলে নাম দিলেন?

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগানিস্তানের স্বার্থ বিসর্জন দেয়া যাবে না বললেন, প্রেসিডেন্ট আশরাফ গনি

রাশিদ রিয়াজ : তালেবানদের সাথে শান্তি আলোচনার পাশাপাশি গত জুলাই মাসে আফগানিস্তানে সন্ত্রাসে অনত্ত ১৫শ মানুষ নিহত হয়েছে। তাই  আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না। তিনি রোববার আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন।

আশরাফ গনি বলেন, তালেবানের সঙ্গে সংলাপে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ বিষয়ে কোনো আপোষ বা সমঝোতা হবে না। গত ১৮ বছর ধরে তিলে তিলে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় মিত্র দেশগুলিও গত দুই দশকের অর্জনগুলো রক্ষা করার ওপর জোর দিয়েছে।

আফগানিস্তানের সংবিধানে দেশটিকে ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি গুজবে কান না দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় না বসছে ততদিন এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে যেতে হবে।

কাতারের রাজধানী দোহায় শনিবার থেকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যখন তালেবানের অষ্টম দফা বৈঠক শুরু হয়েছে তখন প্রেসিডেন্ট গনি এসব কথা বললেন। আমেরিকা গত বেশ কয়েক মাস ধরে আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গত সাত দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তালেবানও আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়