শিরোনাম
◈ নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দিতে পারব না: ফখরুল (ভিডিও) ◈ ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহার: অভিযোগ প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত, পুড়েছে শতাধিক বাড়িঘর ◈ তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজারি ক্লাবে  ◈ সমন্বয়ক সারজিসের ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি, যা জানা গেল ◈ রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়ে মিয়ানমারে জাতীয় ঐক্য সরকার জরুরি ◈ শেষ ওভারে ২৬ রান, সোহান তান্ডব ফরচুন বরিশালের বিরুদ্ধে রংপুরের দুর্দান্ত জয় ◈ তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল ◈ সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া, তিন মোড়লের চামচা ‘আইসিসি’ ক্রিকেট বিশ্ব চালাতে পারে না, ফিফা ফুটবল বিশ্ব চালায় ◈ জুলাই ঘোষণাপত্র নিয়ে যা জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানের সাথে শান্তি আলোচনায় আফগানিস্তানের স্বার্থ বিসর্জন দেয়া যাবে না বললেন, প্রেসিডেন্ট আশরাফ গনি

রাশিদ রিয়াজ : তালেবানদের সাথে শান্তি আলোচনার পাশাপাশি গত জুলাই মাসে আফগানিস্তানে সন্ত্রাসে অনত্ত ১৫শ মানুষ নিহত হয়েছে। তাই  আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় তার দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কোনো ধরনের আপোশ করা হবে না। তিনি রোববার আফগান সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ প্রত্যয় ব্যক্ত করেন।

আশরাফ গনি বলেন, তালেবানের সঙ্গে সংলাপে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ বিষয়ে কোনো আপোষ বা সমঝোতা হবে না। গত ১৮ বছর ধরে তিলে তিলে ‘ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট গনি। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় মিত্র দেশগুলিও গত দুই দশকের অর্জনগুলো রক্ষা করার ওপর জোর দিয়েছে।

আফগানিস্তানের সংবিধানে দেশটিকে ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রেসিডেন্ট আশরাফ গনি গুজবে কান না দিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যতদিন তালেবান আফগান সরকারের সঙ্গে আলোচনায় না বসছে ততদিন এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযান চালিয়ে যেতে হবে।

কাতারের রাজধানী দোহায় শনিবার থেকে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যখন তালেবানের অষ্টম দফা বৈঠক শুরু হয়েছে তখন প্রেসিডেন্ট গনি এসব কথা বললেন। আমেরিকা গত বেশ কয়েক মাস ধরে আফগান সরকারকে পাশ কাটিয়ে তালেবানের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে গত সাত দফা আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তালেবানও আফগান সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়