শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা নিজেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করলেন? ◈ সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন ◈ আখেরি মোনাজাত চলাকালে ‘ড্রোন আতঙ্ক, আহত অন্তত ৪০ ◈ গণ-অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ ◈ সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব  ◈ বাংলাদেশের জন্য আবারও ১২০ কোটি রুপির সহায়তা বরাদ্দ রাখলো ভারত ◈ গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা ◈ ছেলের বিয়ে থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আটক ◈ ভাঙা ঘরে চাঁদের আলো ছড়ালেন নন্দিনী, উপহার পাঠালেন তারেক রহমান ◈ টাকা জমা রাখলে কোন ব্যাংকে কত মুনাফা পাবেন জেনে নিন

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের ঈদে আফসানা মিমির উপস্থাপনায় চ্যানেল আইয়ে সৈয়দ আব্দুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান

আবু সুফিয়ান রতন : গত বছরের রোজার ঈদে বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠান এবং চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফসানা মিমি। এক বছর পর আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই অভিনেত্রী ও উপস্থাপক। চ্যানেল আইয়ে সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনায় তাকে দেখা যাবে।

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে। এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, 'ঈদ আয়োজন মানেই বিশেষ কিছু। এই ঈদেও চ্যানেল আইয়ে একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিচ্ছি। সেখানে শ্রোতাদের শোনাব তাদের প্রিয় কিছু গান। আফসানা মিমি এ আয়োজনে উপস্থাপক হিসেবে থাকছেন- এটাও এক ধরনের ভালোলাগা। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।'

আফসানা মিমি বলেন, 'আগেও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে চ্যানেল আইয়ের এবারের আয়োজন কিছুটা ভিন্ন ধরনের। সেখানে প্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী গাইবেন, সবার প্রিয় কিছু গান। গানের ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথাও হবে। আশা করছি, গানের এই আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে।' আফসানা মিমি আরও বলেন, 'সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও এবারের ঈদে বিভিন্ন চ্যানেলের বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনার প্রতি ভালোলাগা থেকেই এবার একাধিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। পরিকল্পনায় ভিন্নতা আছে- এমন কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলে নিয়মিত উপস্থাপনার ইচ্ছা আছে।'

একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি সৈয়দ আবদুল হাদী বাংলাভিশনে 'গানে গানে দেশে দেশে' সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনা ও গানের নতুন সংকলনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আফসানা মিমি অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়াও তিনি ব্যস্ত আছেন নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিচালনা নিয়ে।

 

/এএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়