শিরোনাম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিআইপি সংস্কৃতি সড়কের বিষফোঁড়া, বললেন যাত্রী অধিকার আন্দোলন আহ্বায়ক

আবদুল হাকিম : ভিআইপি সংস্কৃতি সড়কের বিষফোঁড়া। এ সংস্কৃতির কারণে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না। তাই সড়ক সুশৃঙ্খল করতে হলে আগে রাষ্ট্রীয় কর্মকর্তাদের আইন মানতে হবে বলে মন্তব্য করেছেন যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল।

সকালে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে নিরাপদ সড়ক আন্দোলন আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

কেফায়েত শাকিল বলেন, আমরা প্রতিনিয়ত দেখছি ভিআইপিদের জন্য একটি রাস্তা দীর্ঘ সময় চালু রাখার কারণে অপর পাশের রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। যা বিশৃঙ্খলা ছড়াচ্ছে পুরো সড়ক ব্যবস্থায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিদেশি অতিথিদের ক্ষেত্রে এ সুবিধা প্রয়োজনীয় হলেও এর অপব্যবহার করছেন সরকারি আমলা সহ অন্যরা। ক্ষমতা দেখিয়ে উল্টো পথেও চলতে দেখা যায় তাদের। যার বড় উদাহরণ স¤প্রতি ফেরি আটকানোয় অ্যাম্বুলেন্সে শিক্ষার্থীর প্রাণ হারানোর ঘটনা। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারের তৎপরতা দেখে আমরা আশায়িত হয়েছিলাম। কিন্তু বছর পেরুলেও এখনো চালু হয়নি সিগনাল বাতি, বাস্তবায়ন হয়নি জেব্রা ক্রসিং চিহ্নিত করা এবং গণপরিবহন শৃঙ্খলে আনার ঘোষণাও।

এসময় নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি করেন তিনি।

মানববন্ধনে আয়োজক সংগঠন নিরাপদ সড়ক আন্দোলন -নিসআ'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ইনজামুল হক বলেন, ২০১৮ এর নিরাপদ সড়ক আন্দোলনের এক বছর অতিবাহিত হওয়ার পরও চিহ্নিত হামলাকারীদের বিচারের আওতায় না আনা প্রমাণ করে, বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা নাজুক হয়ে পড়েছে। একটি স্বাধীন দেশের এরকম বিচার ব্যবস্থা আমাদের সকল সচেতন নাগরিকদের জন্য উদ্বেগজনক।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি-দাওয়া তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. ২০১৮ এর নিরাপদ সড়ক আন্দোলনকারীদের ওপর হামলাকারী সকল সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. ২০১৮ এর নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের নামে যে সকল মিথ্যা মামলা রয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৩. ২৯ জুলাই ২০১৯ প্রেসক্লাব থেকে নতুন করে ঘোষিত সড়ক আন্দোলনকারীদের ৯ দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ‘নিসআ’র অন্যতম যুগ্ন-আহ্বায়ক নওফেল হাসান মায়াব্বিজ, তুহিন ফারাবি প্রমুখ। সম্পাদনা : রেজাউল আহসান, সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়