আমিন মুনশি : পৃথিবীর মানুষের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষার স্থান আল্লাহর ঘর। বিশ্বের প্রতিটি জনপদের লোকেরা এই ঘরের প্রতি প্রবল আকর্ষণ বোধ করেন। আবেগ-অনুভূতি নিয়ে চলে আসেন। নানান বয়সী মানুষ ছুটে আসেন কাবার পানে ‘লাব্বাইক’ বলতে বলতে। এবারের হজ মৌসুমে নজর কেড়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক দুই বৃদ্ধ হজযাত্রী। তাদের একজন ইন্দোনেশিয়ার উহি ইদ্রিস সামারি, আরেকজন মালয়েশিয়ার নাগরিক মোস্তফা জামিল।
ইন্দোনেশিয়ার নাগরিক উহি ইদ্রোস সামারি এবারের হজপালনকারীদের মধ্যে বেশি বয়স্ক। তার বয়স ১৩০ বছর।গত বুধবার তিনি সৌদি আরবে পৌঁছেছেন। জেদ্দা বিমান বন্দরে সৌদি কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার হাতে কিছু উপহার তুলে দিয়েছেন। তার মেয়ে জানান, বাবার দীর্ঘদিনের ইচ্ছা আল্লাহ পাক পূরণ করেছেন।
আর মালয়েশিয়ান নাগরিক মোস্তফা জামিলের বয়স ১০০ বছর। তাকে জেদ্দা বিমান বন্দরে বিশেষ সেবা ও সম্মান দেখানো হয়েছে। তিনি মক্কায় পৌঁছে আনন্দে কেঁদে ফেলেন এবং আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।