শিরোনাম
◈ ট্রাম্পের ঘোষণায় শঙ্কায় ১০ লাখ ভারতীয় : ‘জন্মসূত্রে আমেরিকান নাগরিকত্ব নয়’ ◈ বাংলাদেশ শিল্পকলার সামনে দু'পক্ষের হাতাহাতি, নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ আওয়ামী লীগ অফিসে শুয়ে থাকে হাগু করে এইটা কেমন কথা, পরিস্কার করতে বললেন শেখ হাসিনা! ◈ আত্মগোপনে থাকা কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহারের ছবি ভাইরাল ◈ রাখাইনে অর্থনীতি ভেঙ্গে পড়ায় দুর্ভিক্ষ ভয়াল হাতছানি: জাতিসংঘ ◈ ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, বিএনপির শোভাযাত্রায় ‘খাঁচায় বন্দি শেখ হাসিনা’ ◈ অন্তর্বর্তী সরকার 'এনজিও শাসিত' নয়, প্রমাণ দিলেন প্রেসসচিব ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর ◈ চীন গেলেন  বিমান বাহিনী প্রধান  ◈ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৬:৫০ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট, স্বেচ্ছায় রক্তদাতারাই শেষ ভরসা

আরিফা রাখি : ডেঙ্গু রোগের চিকিৎসায় যেকোনো সময়ের তুলনায় কয়েকগুণ চাহিদা তৈরি হয়েছে রক্তের। বিশেষ করে ‘নেগেটিভ’ ব্লাড গ্রুপের রক্ত রীতিমতো দুষ্প্রাপ্য হয়ে পড়েছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু জ্বরের একপর্যায়ে কোনো কোনো রোগীর রক্তে প্লাটিলেট নামে একটি উপাদান দ্রুত কমতে থাকে। এই প্লাটিলেট একটি নির্দিষ্ট পরিমাণের নিচে নেমে গেলে তখন রোগীকে প্লাটিলেট দিতে হয়। প্রতি চার ব্যাগ রক্ত থেকে পাওয়া যায় এক ব্যাগ প্লাটিলেট। ফলে একজন রোগীকে যখন এক ব্যাগ প্লাটিলেট দিতে হচ্ছে, তখন তার জন্য প্রতিবার চার ব্যাগ করে রক্ত প্রয়োজন পড়ছে।

সংশ্লিষ্টরা বলেন, সারাবছরই বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারজনিত কারণে রক্তের চাহিদা থাকে। তবে স¤প্রতি ডেঙ্গু তীব্রভাবে ছড়িয়ে পড়ায় এখন রক্তের চাহিদা তীব্র হয়ে উঠেছে। সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর স্বজনরা রক্তের জন্য দিশেহারা হয়ে পড়েছেন। তাদের কেউ আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ ছুটছেন ব্লাড ব্যাংকগুলোতে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্ত যোগাড় করছেনা।

রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের কর্মীরাও জানান, তাদের কাছেও রক্তের চাহিদা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। বিশেষ করে গত একমাসে প্লাটিলেটের চাহিদা মাত্রা ছাড়িয়েছে। রেড ক্রিসেন্টের হিসাবে, সাধারণ সময়ে মাসে দুইশ থেকে তিনশ ব্যাগ প্লাটিলেটের চাহিদা থাকলেও জুলাই মাসে প্রায় ১৪শ ব্যাগ প্লাটিলেট সরবরাহ করা হয়েছে।

স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম ও কোয়ান্টাম ল্যাবের প্রো-অর্গানাইজার নাদিম আহসান বলেন, সাধারণ সময়ের তুলনায় এখন রক্তের চাহিদা পাঁচ-ছয় গুণ বেড়ে গেছে। রক্ত দিতে ইচ্ছুক ব্যক্তির তুলনায় রক্ত চান এমন মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিদিন দুইশ থেকে দুইশ ২০ জন রক্তদাতা পাওয়া যায়। এর বিপরীতে আমাদের ল্যাব থেকে রক্ত সরবরাহ করা হয় প্রায় সাড়ে ৩শ ব্যাগ রক্ত। কিন্তু এখন প্রতিদিন পাঁচ থেকে ৬শ ব্যাগ রক্তের চাহিদা রয়েছে। ফলে আমরা সবার চাহিদামতো রক্ত দিতে পারছি না। আমাদের এখানে ডেঙ্গু রোগীদেরই অগ্রাধিকার দেয়া হচ্ছে। আমাদের ৩০ জনের মতো কর্মী প্রতিদিন দুইটি শিফটে কাজ করছেন। তবু চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

একই অবস্থা দেখা গেছে রাজারবাগ ব্লাড ব্যাংক, সন্ধানীসহ রক্ত সংগ্রহ ও সরবরাহকারী প্রায় সব প্রতিষ্ঠানেই। তারা বলছেন, নিয়মিত রক্তদাতার বাইরেও অনেকে রক্ত দিতে এগিয়ে আসছেন, তবে তাদের সংখ্যাও যথেষ্ট নয়। বিশেষ করে ‘নেগেটিভ’ গ্রুপের রক্তের স্বল্পতা এমনিতেই থাকে, ডেঙ্গু পরিস্থিতিতে একজন রোগীর এক ব্যাগ প্লাটিলেটের জন্য চার ব্যাগ রক্ত ব্যবস্থা দুঃসাধ্য হয়ে পড়ছে।

পপুলার হাসপাতালে এক ডেঙ্গু রোগীর আত্মীয় জামান। তিনি বলেন, আমাদের রোগীর ব্লাড গ্রুপ ‘নেগেটিভ’। ফলে রক্ত খুঁজে পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। ব্লাড ব্যাংকগুলোর ফোন সবসময় ব্যস্ত পাওয়া যায়। কিছু কিছু নম্বর বন্ধ। নিজেদের ডোনার ছাড়া রক্ত পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানান আগারগাঁওয়ের নিউরোসার্জারি হাসাপাতালের চিকিৎসক রাজীব ফকির। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে যাদের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বা গেছে, তাদেরই কেবল রক্ত দিতে হবে। ডেঙ্গু আক্রান্ত অনেককেই প্লাটিলেট দিতে হচ্ছে। যে কারণে এই সময়ে রক্তের চাহিদাও অনেক বেড়েছে। এ পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক ও সুস্থ সবার সবার রক্তদানে এগিয়ে আসা উচিত। সম্পাদনা : আহসান/মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়