আব্দুন নুর তুশারের ফেসবুক থেকে: (যদিও আমরা এটাকে বাংলায় ডেংগু বলা অনুশীলন করে প্রচলিত করেছি। যেমন চে গেভারাকে গুয়েভারা বলা হয়। সবকিছুকে গু বানানো আমাদের বেশ অভ্যাস হয়ে গেছে।)
১. কোলকাতা একমাত্র শহর যেখান থেকে লোক আনলে ডেংগি জ্বর নিয়ন্ত্রণ করা যায়।
২. এফ ডি সি এর পথের ধুলায় ডেংগি মশা জন্মায় যা তারকা সমৃদ্ধ মিছিলে প্রতি বর্গফুটে একটা করে ঝাড়ু দিয়ে ক্যামেরার সামনে পরিষ্কার করার অভিনয় করলে মশা মরে সাফ হয়ে যায়।
৩. স্বাস্থ্য মন্ত্রী মালয়েশিয়া না গেলে মশা কমে যেতো । উনি এখন দেশে, ডেংগি শুরুর পরেও দেশেই ছিলেন। মাঝের ২ - ৩ দিন বিদেশে ।এখন উনি দেশে, ডেংগি কমে না কেন?
৪. মশা মারতে হারপিক লাগে যা শুক্রবারে বেসিনে ঢালতে হয়। ভাগ্য ভালো হারপিক খেতে বলে নাই।
৫. ডাক্তাররা অন্য সময় কসাই হলেও, মহামারি এলে তাদের বেশ প্রশংসা করা হয়। ডেংগি জ্বরের প্রকোপ কমলেই তারা পুরোনো কসাই পদে ফিরে যাবেন বলে ফেসবুক সূত্রে জানা গেছে।
৬. নারকেল তেল মাখলে মশা কামড়ায় না। এই মশা নাকি হাঁটুর উপরে উঠতে পারে না । (সব ডাহা মিথ্যা)
https://www.facebook.com/abdun.n.tushar/posts/10159186093493973
৭. পেঁপের পাতা খেলে ডেংগি জ্বর সেরে যায়। (সত্য নয়, প্লেটেলেট বাড়া মানে ডেংগি সেরে যাওয়া নয়) এই পাতা না খেলেও প্লেটেলেট বাড়ে। সব রোগীর প্লেটেলেট এমনিতেও কমে না, যে সবার পাতা খেতে হবে।
৮. জ্বরের নাম ডেংগি জ্বর, ভাইরাসের নাম ডেংগি। সকলে শুধু বলে ডেংগু হয়েছে। এটা অনেকটা সোহরাওয়ার্দি উদ্যানকে শুধু সোহরাওয়ার্দি বলার মতো । বাংলা একাডেমীকে শুধু বাংলা।
৯. দেশের ডেংগি পরিস্থিতির এই করুন অবস্থায় একজন সংসদ সদস্য হোমিওপ্যাথি কবিরাজী বেশি করে চালু করার কথা বলে সংসদে বক্তৃতা দিয়েছেন। তিনি কিন্তু নিজের অসুস্থতার সময় এয়ার অ্যামবুলেন্স নিয়ে সিংগাপুরে অ্যালোপ্যাথিক চিকিৎসা করাতে গিয়েছিলেন।
১০. ডেংগি ভাইরাস টেস্ট করার দাম ৫০০ করার নির্দেশ। বাকি সব টেস্ট কিন্তু আগের দামেই হবে। কেবল ডেংগি হলো কিনা সেটা ন্যায্যমূল্যে জানা যাবে। তারপর সব মিলিয়ে ... ২লাখ , ৫ লাখ বিল হলে সমস্যা নাই।
১১. মেয়র শব্দটি বেশ হাস্যরসের বিষয় হয়ে গেছে। কাউকে “আপনি একটা মেয়র” বলে দেখতে পারেন। দুজন বাদে সকলেই এতে আপত্তি করবেন বলে আমার ধারনা।
আপনার মতামত লিখুন :