মুহাম্মদ ইলিয়াস হোসেন : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ করেছে স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ। শনিবার(৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তারা শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করেন। এসময় হল সংসদের সভাপতি এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের প্রতি অবদান ও আত্মত্যাগের কথা সংক্ষেপে তুলে ধরেন।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে মাসব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে স্যার এ এফ রহমান হল সংসদ। এরই অংশ হিসেবে শনিবার শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিতরণ করা হয়। এসময় হল সংসদের সভাপতি ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনায় শিক্ষা, অর্থনীতি সর্বোপরি একটি দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘স্বল্প সময়ে বঙ্গবন্ধু বন্যা, খরা, দারিদ্র্য এমন নানা অপবাদপ্রাপ্ত দেশটিকে অপবাদ থেকে মুক্ত করে বিশ্বের মাঝে মর্যাদাসম্পন্ন উন্নত একটি দেশের স্বপ্ন তিঁনি দেখেন। আর এ স্বপ্ন দেখার অপরাধে তাঁকে ১৫ই আগস্টে দেশী-বিদেশী নানা জায়গার না কোয়ার্টারের লোকজন সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেন।
তিনি বলেন,‘সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্থ হয়েছি বঙ্গবন্ধুর মতো একজন নেতা পাওয়ার পরও তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি নাই।
হল সংসদের ভিপি আব্দুল আলীম খান বলেন,‘ছাত্র সংসদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ, প্রতিজ্ঞা, সাহস, একাগ্রতা, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মত্যাগকে সাধারণ শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকে 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি বিতরণ।’ তিনি সবাইকে বইটি পড়ার প্রতি আহ্বান জানান। হল সংসদের জিএস আব্দুর রহিম বলেন,‘আজ একাত্তর জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’বইটি বিতরণ করা হল আশা করি আপনারা বইটি পড়বেন। বইটি পড়ার মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন । তিনি এসময় বইটির উপর পর্যালোচনা প্রতিযোগিতায় আকর্ষণীয় পুরস্কার রাখার ঘোষণা দেন।
এছাড়া তিনি আরও বলেন,‘স্যার এ এফ রহমান হল সংসদ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে সদা তৎপর। আপনারা গত ৩০ জুলাই মত বিনিময় সভায় যেসকল সমস্যার কথা বলেছিলেন আমরা ইতোমধ্যে সেসকল সমস্যা সমাধানে কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন যে, ২ আগস্ট আমরা বড় ধরণের একটি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। সাইকেল স্ট্যান্ড ঈদুল আজহার আগে বা ঈদুল আজহার পরই তৈরি হয়ে যাবে, প্রকৌশলী এসে দেখে গেছেন।’ তিনি শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, স্যার এ এফ রহমান হল সংসদের মাসব্যাপি অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ৫ আগস্ট বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি, ১৮ আগস্ট হল সংসদের সকল সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ১৯ আগস্ট হল বাঁধনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ২০ আগস্ট হল মিলনায়তনে ‘পলাশী থেকে ধানমন্ডি’ এবং ‘Hasina: A Daughter's Tale’ চলচ্চিত্র প্রদর্শনী, ২২ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবার স্মরণে হল মিলনায়তনে আলোচনা সভা, ২৩ আগস্ট ১৫ আগস্টের ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে হল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, ২৪ আগস্ট দুস্থ অসহায় ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ, ২৬ আগস্ট শাহনেওয়াজ ভবনে ‘শেখ রাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, ২৮ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপস্থিত বক্তৃতা ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন, ২৯ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু স্মরণে শোকাবহ আগস্ট এবং মুক্তিযুদ্ধ নিয়ে সাহিত্য ম্যাগাজিন প্রকাশ। সম্পাদনা : আহসান/মহসীন
আপনার মতামত লিখুন :