শিরোনাম
◈ এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ ◈ সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ অবশেষে কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে ঢুকে পড়া তিন ডাকাতের আত্মসমর্পণ ◈ মিয়ানমার নিয়ে বাংলাদেশ-ভারত-চীনের বৈঠক, কার কী স্বার্থ? ◈ কেরানীগঞ্জে ব্যাংকে ‘ডাকাতদল’, এবার অভিযানে সেনাবাহিনী ◈ কিল-ঘুসিতে কৃষি ব্যাংকের সাবেক সিবিএ নেতার মৃত্যু ◈ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেয়া ডাকাতদের ২ দাবি ◈ ইতালির কঠোর ভিসা আবেদন প্রক্রিয়ায় ৩৬টি দেশের শীর্ষে বাংলাদেশিরা! ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ◈ কেরানীগঞ্জে দিনদুপুরে রূপালী ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে রেখেছে ডাকাতরা, ঘিরে রেখেছে পুলিশ-র‍্যাব (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী দরকার দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী-এমপি-মেয়রদের পেলে-পুষে আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করার জন্য?

ডা. ইমরান এইচ সরকার : ডেঙ্গু ইতোমধ্যেই মহামারী আকার ধারণ করেছে। সারাদেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে এবং খবরে দেখলাম প্রতি ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১৭০০-এর উপরে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ছাত্র, চিকিৎসক, নারী, শিশুসহ নানা পেশার অসংখ্য মানুষ। এমনকি দেশের প্রত্যন্ত এলাকা যেখানে রোগ নির্ণয়ের ব্যবস্থাই অপ্রতুল সেখানেও এখন ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। অবস্থা যখন এমন ভয়াবহ, তখনো সরকারের মন্ত্রী-মেয়রদের লাগামহীন কুৎসিত বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল এবং দুর্বিষহ করে তুলেছে। এরা অবিরাম মানুষের জীবন-মৃত্যু নিয়ে যেভাবে তামাশা করে চলেছে তা নজিরবিহীন বর্বরতার শামিল। এরই মাঝে আরেকটি খবর দেখে আমি মারাত্মক ভীত-সন্ত্রস্ত। আমার ধারণা, দেশের সকল নাগরিকের অবস্থা আমার মতোই।

সরকার নাকি এখনো ঠিক করতেই পারেনি সারাদেশে মশক নিধনের কার্যক্রম সরকারের কোন দপ্তর করবে। কারা মশা মারার কীটনাশক কিনবে। কবে কিনবে। কী ভয়ানক অবস্থা। দেশের এই বিপর্যয়ে এই যদি হয় এদের দায়িত্ববোধ তাহলে জনগণের রক্ত পানি করা হাজার হাজার কোটি টাকা এই অপগ-দের পিছে ব্যয় করার কি দরকার? কী দরকার এসব দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী-এমপি-মেয়রদের পেলে-পুষে? শুধু আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করার জন্য? আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করা এসব মন্ত্রী-মেয়র চাই না। জনপ্রতিনিধির নামে এসব ঘাতকদের হাত থেকে মুক্তি চায় বাংলাদেশ। নিজের ঘরবাড়ি, আশপাশ পরিচ্ছন্ন রাখুন। কারও উপর ভরসা না করে নিজেই নিজেদের দায়িত্ব নিন। আর আওয়াজ তুলুন এসব ব্যর্থ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যাদের ব্যর্থতায় আজ বিপন্ন বাংলাদেশ। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়