শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কী দরকার দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী-এমপি-মেয়রদের পেলে-পুষে আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করার জন্য?

ডা. ইমরান এইচ সরকার : ডেঙ্গু ইতোমধ্যেই মহামারী আকার ধারণ করেছে। সারাদেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে এবং খবরে দেখলাম প্রতি ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১৭০০-এর উপরে। এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ছাত্র, চিকিৎসক, নারী, শিশুসহ নানা পেশার অসংখ্য মানুষ। এমনকি দেশের প্রত্যন্ত এলাকা যেখানে রোগ নির্ণয়ের ব্যবস্থাই অপ্রতুল সেখানেও এখন ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। অবস্থা যখন এমন ভয়াবহ, তখনো সরকারের মন্ত্রী-মেয়রদের লাগামহীন কুৎসিত বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল এবং দুর্বিষহ করে তুলেছে। এরা অবিরাম মানুষের জীবন-মৃত্যু নিয়ে যেভাবে তামাশা করে চলেছে তা নজিরবিহীন বর্বরতার শামিল। এরই মাঝে আরেকটি খবর দেখে আমি মারাত্মক ভীত-সন্ত্রস্ত। আমার ধারণা, দেশের সকল নাগরিকের অবস্থা আমার মতোই।

সরকার নাকি এখনো ঠিক করতেই পারেনি সারাদেশে মশক নিধনের কার্যক্রম সরকারের কোন দপ্তর করবে। কারা মশা মারার কীটনাশক কিনবে। কবে কিনবে। কী ভয়ানক অবস্থা। দেশের এই বিপর্যয়ে এই যদি হয় এদের দায়িত্ববোধ তাহলে জনগণের রক্ত পানি করা হাজার হাজার কোটি টাকা এই অপগ-দের পিছে ব্যয় করার কি দরকার? কী দরকার এসব দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী-এমপি-মেয়রদের পেলে-পুষে? শুধু আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করার জন্য? আমাদের জীবন-মৃত্যু নিয়ে তামাশা করা এসব মন্ত্রী-মেয়র চাই না। জনপ্রতিনিধির নামে এসব ঘাতকদের হাত থেকে মুক্তি চায় বাংলাদেশ। নিজের ঘরবাড়ি, আশপাশ পরিচ্ছন্ন রাখুন। কারও উপর ভরসা না করে নিজেই নিজেদের দায়িত্ব নিন। আর আওয়াজ তুলুন এসব ব্যর্থ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে যাদের ব্যর্থতায় আজ বিপন্ন বাংলাদেশ। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়