জি. এম মিজান, বগুড়া : বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরি ফুলমিয়া নামে এক কলেজ ছাত্রীর বাবাকে (৫২) চাকু ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্র আহত করেছেন। এ ঘটনায় আহতের ছেলে আমির হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে শনিবার থানায় একটি মামলা দায়ের করেন।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় প্রেমের প্রস্তাবে রাজি না থাকায় ওই ছাত্রীর বাবাকে উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়িয়া হাটে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন তরিকুল ইসলাম তরি।
গাবতলী থানার অফিসার ইনচার্জ সেলিম হোসেন বলেন, আমির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/৯জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদনা : মিঠুন, আবদুল অদুদ
আপনার মতামত লিখুন :