শিরোনাম
◈ আওয়ামী লীগ এখনই নিষিদ্ধ নয়, তবে রাজনীতি করার অধিকার হারিয়েছে : উপদেষ্টা নাহিদ ◈ ক্ষমতার ভারসাম্য, একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় : বিএনপির সংস্কার প্রস্তাব ◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত ব্রাহ্মণবাড়ীয়া-চুয়াডাঙ্গার খামারিরা

সাবরিন সুলতানা : কোরবানি সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত ব্রাহ্মণবাড়ীয়া ও চুয়াডাঙ্গার খামারিরা। নানা জাতের গরু দেশীয় পদ্ধতিতে পরিচর্যা করছেন তারা। চ্যানেল ২৪, ১০ : ০০

কোরবানি সামনে রেখে গরু মোটাতাজাকরণ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা বলছেন, কেমিক্যালের মাধ্যমে পশু মোটা তাজা করণের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তারা। ফলে গেলো বছরের ক্ষতি কাটিয়ে এবার লাভের মুখ দেখবেন খামারিরা।

কোরবানি ঈদ সামসে রেখে প্রাকৃতিক ভাবে গরুকে মোটাতাজা করতে সবুজ ঘাস, খড়, খইল, ভূষিসহ দানাদার খাদ্য খাওয়াচ্ছেন খামারিরা। তবে গো খাদ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে খামারিদের মাঝে।

খামারিরা বলছে, বাইরে থেকে গরু অসলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাদের পথে বসা ছাড়া কোনো গতি থাকবে না।
ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ বলেন, বৈজ্ঞানিক ভাবে গরু লালন-পালন করার জন্য প্রশিক্ষণ দিয়েছি। কোনো ধরনের ক্ষতিকর কেমিকেল যেন না খাওয়ায় সেক্ষেত্রে তাদের সচেতন করেছি। এবং আমাদের জেলায় ৮ হাজার খামারি কোরবানি জন্য প্রস্তুত করেছে লক্ষাধিক গরু।

এদিকে, ব্যস্ততা বেড়েছে চুয়াডাঙ্গার খামারিদের। গরুকে মোটাতাজা করণে গো খাদ্য খাওয়াচ্ছেন তারা।

ক্রেতারা বলছেন, গত বারের চেয়ে এবারের গরু দাম বেশি। বিক্রেতারা জানান, এখন পর্যন্ত ভারতীয় গরু না আসায় ভালো দাম পাচ্ছেন তারা।
এছাড়া, শংকায় রয়েছে শেষ মুহূর্র্তে ভারতীয় পশু বাজারে আসা নিয়ে। কোরবানির হাটে পশু নেয়ার সময় পথে পথে চাঁদাবাজি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা চান খামারিরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়