শিরোনাম
◈ সমালোচকেরা মনে করছেন, ক্ষমতায় গেলে বিএনপি আরেকটি ‘আওয়ামী লীগে’ পরিণত হতে পারে ◈ হোয়াটসঅ্যাপ আনলো চমকপ্রদ ফিচার ◈ এক বছরেই ভোট চান ৬১.১ শতাংশ মানুষ, সংস্কার শেষে ৬৫.৯ শতাংশ ◈ বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক অস্থিরতা, : বড় পতনের পর সোনার দামে বড় লাফ ◈ রবিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বড় পরিবর্তন আসছে প্রাথমিকে, সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন ২০ হাজার পদ ◈ পিকনিক বাসে বিদ্যুতের তার, প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর ◈ কোথাও দাম না পেয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙারির দোকানে বিক্রি ◈ সম্পদের হিসাব জমা না দিলে সরকারি চাকরিজীবীদের যেসব শাস্তি হতে পারে ◈ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে যেসব দেশ নিরাপদ থাকবে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৪:১৪ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গজবের আগুন গুজব…

আশরাফুল আলম খোকন : আমরা সবাই দেশের উন্নতি চাই, মানসিকতার আধুনিকায়ন চাই। কিন্তু আমরা এখনো অপপ্রচারে আন্দোলিত হয়। এই রাষ্ট্রেই ভালো সংবাদ ভাইরাল হয় না, গুজব মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পরে। হৈ হৈ রবে ছেলেধরা মনে করে জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলি। সোশ্যাল মিডিয়ার এই যুগে এতো প্রচারের পরও ডেঙ্গু মশার জন্য কি কি করণীয় তা জনগণের মজ্জায় ঢুকে না। অথচ এক রাতের মধ্যে ঢুকে পড়েছে যে পানির মধ্যে ‘হারপিক ও ব্লিচিং পাউডার’ দিলে ডেঙ্গু মশা মরে সাফ হয়ে যাবে। এই অপপ্রচার কে ছেড়েছে তা সুনির্দিষ্ট করে জানা না গেলেও বোঝা যায় এর উৎস কোথায়। অথচ বোকা পাবলিক এটা ভাইরাল করার আগে একবার চিন্তাও করলো না যে ‘হারপিক এবং ব্লিচিং’ পাউডারে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। আগুনের ঝকঝকে আলো দেখে বোকা পতঙ্গ যেমন ঝাঁপ দিয়ে পুড়ে ছারখার হয়ে যায়, গুজব ঠিক তেমনই জ্বলন্ত আগুন। এই আগুন কারা জ্বালায়, কেন জ্বালায় তা বোঝার জন্য ডক্টরেট হবার দরকার নেই। সমাজ বা রাষ্ট্রে যখন কোনো অপশক্তি দেউলিয়া হয়ে যায়, ন্যায়ের যুদ্ধে বারবার পরাভূত হয় তখনই গুজবের আগুন তৈরি করে। সেই সমাজ বা রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। এই দেশের জন্মলগ্ন থেকেই বারবার গুজবের শিকার হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্ম থেকেই অপশক্তির গুজব আওয়ামী লীগের পিছু ছাড়েনি। যদি আগের কথা বাদ দেয়, বিগত কয়েক বছরের কথাই বলি। যুদ্ধাপরাধী সাঈদীকে চাঁদে দেখা গেছে এই গুজব ছড়িয়ে সারাদেশ বিশেষ করে ২২টি জেলায় কি রকম ন্যক্কারজনক তা-ব চালানো হয়েছিলো তা ভুলে যাবার কথা নয়।

মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতের সাড়ে তিন হাজার হুজুরকে গুম করে দেয়া হয়েছে... এই অপপ্রচার দেশে চলেছে দীর্ঘদিন। ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়েছে, ভিন্ন দেশের লাশের ছবি মতিঝিলের বলে ছড়িয়ে দেয়া হয়েছে। পরে তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এই অপপ্রচারের কারণে পরবর্তীতে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলো আওয়ামী লীগ। মুক্তিযোদ্ধা কোটাবিরোধী আন্দোলনের সময় সুকৌশলে মধ্যরাতে ছাত্র হত্যার মিথ্যা গুজব ছড়িয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে জঘন্য তা-ব চালানো হয়েছিলো। সর্বশেষ স্কুলের শিক্ষার্থীদের পরিবহন আন্দোলনের সুকৌশলে ছড়িয়ে দেয়া হলো ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে শিক্ষার্থীদের চোখ তুলে ফেলা হয়েছে। মেয়েদের আটকিয়ে ধর্ষণ করা হচ্ছে এ রকম জঘন্য গুজবও ছড়ানো হয়েছিলো।

বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল নাকি ব্যাংক ডাকাত ছিলো, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ ভারত হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। এই অপপ্রচার ও গুজব আওয়ামী লীগকে পঁচিশ বছর হজম করতে হয়েছিলো। আর বারবার গুজবের শিকার হয়েছে আওয়ামী লীগ, আর বেনিফিশিয়ারি হয়েছে বিএনপি-জামায়াত অপশক্তি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়