শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা নিজেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করলেন? ◈ সান্তোসে নেইমারের রাজসিক প্রত্যাবর্তন ◈ আখেরি মোনাজাত চলাকালে ‘ড্রোন আতঙ্ক, আহত অন্তত ৪০ ◈ গণ-অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ ◈ সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব  ◈ বাংলাদেশের জন্য আবারও ১২০ কোটি রুপির সহায়তা বরাদ্দ রাখলো ভারত ◈ গোপনে বাংলাদেশে এসে টিউলিপের তথ্য নিয়ে গেছে যুক্তরাজ্যের গোয়েন্দারা ◈ ছেলের বিয়ে থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আটক ◈ ভাঙা ঘরে চাঁদের আলো ছড়ালেন নন্দিনী, উপহার পাঠালেন তারেক রহমান ◈ টাকা জমা রাখলে কোন ব্যাংকে কত মুনাফা পাবেন জেনে নিন

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তান দলের হয়ে খেলবেন আমিরের মেয়ে, জানালেন তার স্ত্রী

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমির। মাত্র ২৭ বছর বয়সেই ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটকে বিদায় বলায় অনেকেই মনে করছেন আমির ভুল করছেন। তার অসময়ে অবসর ঘোষণা ভালভাবে নেননি সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং ক্রিকেট ফ্যানেরা। আরও শোনা যাচ্ছে, আমির টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে ইংল্যান্ডের নাগরিকত্ব নেবেন। এই খবর ছড়ানোর পরেই আমিরের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

এই বিষয় নিয়ে আমির কোনও কথা না বললেও মুখ খুললেন তার স্ত্রী নারজিস আমির। তিনি বলেন, ‘যদিও কাউকে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করি না, তবুও যারা আমাদের শুভাকাক্সক্ষী তাদের জন্য জানাচ্ছি, আমার স্বামী আমিরের ইংল্যান্ড বা অন্য দেশের হয়ে খেলার প্রয়োজন নেই। তিনি একজন গর্বিত পাকিস্তানি এবং সে দেশের হয়ে খেলতে ভালবাসেন। শুধু আমির নয়, আমাদের মেয়ে মিনশা যদি ক্রিকেট খেলতে চায়, তাহলে সেও তার বাবার মতো পাকিস্তানের হয়েই খেলবে। আর সেটাই আমিরের ইচ্ছা।’

নারজিস আরও বলেন, ‘আমির টেস্ট খেলা থেকে অবসর নিয়েছেন যাতে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে বেশি করে মনোযোগ দিতে পারেন। কামনা করি আল্লাহ যেন নেতিবাচক চিন্তা করা মানুষদের মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা করার শক্তি দেন।’

আমিরের স্ত্রী নারজিস নিজে ব্রিটিশ নাগরিক। সেই সূত্রে আমির ৩০ মাস ব্রিটেনে থাকতে পারেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে গত রোববার জানিয়েছিলো, পাক পেসার পাকাপাকিভাবে ব্রিটেনে থাকার পরিকল্পনা করছেন। এই খবর ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়লে রোষের মুখে পড়েন আমির। সেই আগুনে ঘি ঢালেন আমির নিজেই। তিনি টুইটারে, ‘আমিরের এই সন্ত্রাসবাদী দেশ থেকে চলে যাওয়া উচিত’ লেখায় লাইক দেন। যা আরও অসন্তোষ সৃষ্টি করে।
সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়