শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০১:৪৫ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ হাজার বছরের পুরাতন কলম পাওয়া গেলো লন্ডনে

আসিফুজ্জামান পৃথিল : কলম, একটি নিত্য ব্যবহার্য বস্তু। এই বস্তুটির প্রয়োজন হয় আমাদের প্রতি মুহুর্তে। কিন্তু আপনার হাতের কলমটির বয়স যদি হয় প্রায় ২ হাজার বছর! ৯ বছর আগে লন্ডনে মাটির তলায় পাওয়া গিয়েছিলো লোহার তৈরী অনেকগুলো কলমসাদৃশ বস্তু। সম্প্রতি যার রহস্য উদঘাটিত হয়েছে। আর্স টেকনিকা।

এধরণের কলমের সন্ধান পাওয়া গেছে লন্ডনে, ব্লুমবার্গের ইউরোপিয় হেডকোয়ার্টারে। ২০১০ সালে খননকার্য চলাকালীন পাওয়া যায় ১৪ হাজার শিল্পকর্ম, তাদেরই মধ্যে অন্যতম এই কলম, যার বয়স প্রায় ২০০০ বছর। তবে এই কলম আজকের আধুনিক ফাউন্টেন বা বলপয়েন্ট কলমের মতো নয়। বিশেষ এই কলমে কোনো কালিও নেই। এই সুচালো ধাতব কলম দিয়ে মোমের স্ক্রিট, প্যাপিরাস, তামার নরম পাতে লেখা হতো খোদাই করে। তবে শুধু বয়স নয়, এই কলমগুলোর আদা এক অনন্য বৈশিষ্ট্যও আছে। ২০০ খ্রীস্টাব্দের আশে পাশে তৈরী হরেয়ছে এগুলো। এদের মধ্যে ৪টি কলমে লেখা রয়েছে বিশেষ বার্তা। এই বার্তাই কলমগুলোকে অন্যন্য করে তুলেছে। রোমান ভাষায় যা লেখা আছে এর অর্থ হলো, ‘আমি শহর থেকে এসেছি। তোমাকে স্বাগত জানানোর জন্য একটি উপহার নিয়ে এসেছি, যার মুখটি খুবই তীক্ষ্ণ। এই তীক্ষ্ণ মুখ আমার কথা তোমায় মনে করাবে। যদি ভাগ্য সহায় হয়, আশা করি এ রকম আরো উপহার দিতে পারব। তবে দীর্ঘ রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে আমার সঙ্গতি না থাকায় এর থেকে বেশি কিছু দেওয়া সম্ভব নয়।’

বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশেষ এক বার্তা। এখানে শহর বলতে বোঝানো হয়েছে রোমকে। এক ব্যক্তি রোম থেকে দীর্ঘ পথ অতিক্রম করে লন্ডন এসে এই কলম উপহার দেয়ার মাধ্যমে তার বন্ধুদের জানাচ্ছেন তার অর্থ সবই শেষ। অর্থের প্রয়োজন রয়েছে তার। লন্ডন একসময় রোমানদের উপনিবেশ ছিলো। তখন রোমান ঐতিহ্যের বিস্তার হয়েছিলো এই জলমগ্ন নগরীটিতে। এখনও লন্ডনে প্রচুর রোমান নিদর্শন মেলে। বøুমবার্গ কার্যালয়ের একবারে নিকটেই মাটির নিচে সন্ধান মিলেছে রোমান দেবতা মিথ্রাউম এর এক মন্দিরের। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়