নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে শ্রীলঙ্কা দলটি ছিলো নড়েবড়ে। প্রথম কয়েকটি ম্যাচ লড়াই করতে পারেনি। অন্য দিকে আসরটিতে শুরুতে দুর্দান্ত খেলেছিলো টাইগাররা। বিশ্বকাপে এই দলের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যার জন্য আফসোসের শেষ ছিলো না বাংলাদেশ ভক্ত-সমর্থকদের। কারণ ম্যাচটি জিততে পারতো বাংলাদেশ। কিন্তু পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করে নিতে হলো সাকিব-মাশরাফিদের। তবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছেন তামিমম-মুশফিকরা। বিশ্বকাপে ভালো খেলা সাকিব আল হাসান ছিলেন না এই সিরিজে। যার কারণে দলের এমন হাল। তবে বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন অন্য কথা। তার মতে, বিশ্বকাপের ম্যাচটি হয়তো হারতে পারতাম, আবার জিততেও পারতাম।
সাকিব বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা যখন পরিত্যক্ত হয়ে গেলো আর আমরা খেলতে পারলাম না। তখন সবাই বলেছিলো যে আমাদের নিশ্চিত দুই পয়েন্ট হাতছাড়া হয়ে গেলো। কিন্তু এ সিরিজটা প্রমাণ করে দিল যে সে দুই পয়েন্ট নিশ্চিত ছিলো না। হয়তো জিততে পারতাম, আবার হারতেও পারতাম।’
শ্রীলঙ্কা সফরের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাকিব। তার মতে একটি ম্যাচও যদি বাংলাদেশ জিততে পারতো, তাহলে কিছুটা আত্মবিশ্বাস থাকতো ক্রিকেটারদের। এছাড়া আগামী ৩-৪ বছরের জন্য এখনই পরিকল্পনা করার সঠিক সময় বলে মনে করছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক।
তিনি বলেন, ‘এ সিরিজের কথা বললে অবশ্যই হতাশার। সিরিজ হারলেও, যদি একটা ম্যাচ জিততে পারতাম তাহলে হয়তো আত্মবিশ্বাসটা ঠিক থাকতো। হয়তো এখন সময় এসেছে ভালোভাবে চিন্তা করে পুরো পরিকল্পনা করে আগামী ৩-৪ বছরের জন্য এগুনোর।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান
আপনার মতামত লিখুন :