নিজস্ব প্রতিবেদক : ভারতের ড. থিম্মাপ্পাইয়া মেমোরিয়াল টুর্নামেন্ট নিয়েছিলো বিসিবি একাদশ। মুমিনুল হকের নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলো। ফাইনালে ওঠার লড়াইয়ে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘকে পায় বিসিবি একাদশ। কিন্তু তাদেরকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে পারেনি মুমিনুলরা। ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় তারা।
ছত্তিশগড়কে ২২৮ রানের লক্ষ্য দেয় মুমিমুলরা। চারদিনের এই ম্যাচের শেষ দিন দুই সেশন ব্যাটিং করেই লক্ষ্য তাড়া করে ফেলে ছত্তিশগড়। বিসিবি একাদশের বোলারদের কোনো সুযোগই দেননি ছত্তিশগড়ের ব্যাটসম্যানরা।
দুই ওপেনার ঋষভ তিওয়ারি এবং জীবনজিত সিংয়ের ৯৬ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় ছত্তিশগড়। মুমিনুল হক বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন। ৩৯ রান করা ঋষভকে ফেরান তিনি। এরপর নাজমুল হোসেন শান্ত ফেরান হাফ সেঞ্চুরি করা জীবনজিতকে।
তিনে নামা আভনিশকে ১৯ রানে ফেরান এবাদত হোসেন। সে সময় তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে থাকলেও পরবর্তীতে দলকে সহজ জয় এনে দেন চারে নামা আমানদ্বীপ। তিনি খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে শশাঙ্ক ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে প্রথম ইনিংসে লিড পাওয়া বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংসে এসে নিদারুণ ব্যর্থতার পরিচয় দেয়। মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় মুমিনুল হকদের ইনিংস।
প্রথম ইনিংসে বিসিবি একাদশ করে ৩৩৪ রান। ছত্তিশগড় নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৭৫ রান। ব্যাটসম্যানদের ধারাবাহিকতায় দ্বিতীয় ইনিংসে জয় পায় দলটি। আর তাতে স্বপ্ন শেষ হয়ে যায় টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা বিসিবি একাদশ।
আপনার মতামত লিখুন :