মাজহারুল ইসলাম : আমি হতাশায় নিমজ্জিত, নাস্তিক হয়েছি। তাই হত্যার পরিকল্পনা করেছি। আমি চাইনি আমার মতো সন্তানের জন্য বাবা-মা লজ্জিত হোক। নতুন দেশ
পারফেক্ট ওয়ার্ল্ড ভয়েড, নামের একটি অনলাইন গেমিংয়ে হত্যাকান্ড সম্পর্কে এমন মন্তব্য করেন কানাডায় ৪ খুনে অভিযুক্ত মিনহাজ। অনলাইন গেমিংয়ে সঙ্গীর সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিনশট প্রকাশ করে এসব তথ্য তুলে ধরেছে টরন্টোর সিটিটিভি।
সিটিটিভি তার সংবাদে উল্লেখ করে, ২৩বছরের মিনহাজ পরিবারের সদস্যদের হত্যাকান্ডের ছবি অনলাইন গেমিংয়ে প্রকাশ করেন। বন্ধুর সঙ্গে চ্যাটিংয়ে হত্যার বেশ কিছু বিবরণও দেন। ওই বিবরণ থেকে জানা যায়, তিনি প্রথমে মাকে, এরপর নানী ও বোন এবং সবশেষে বাবাকে খুন করেন। খুনের দায়ে গ্রেফতার মিনহাজ ইয়র্ক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেন। পরে লেখাপড়া ছেড়ে দেন।
ওই বাড়ির বেসমেন্টে একসময় ভাড়া থাকা আম্মারা রিয়াজ কানাডিয়ান মিডিয়াকে জানান, ওই বাড়িটিতে বিভিন্ন সময় তিনি ঝগড়ার শব্দ শুনতে পেয়েছেন। বাড়িটিতে অন্তত ২বার পুলিশ ডাকা হয়েছিল। তবে ওই ঝগড়ায় মিনহাজের সম্পৃক্ততা ছিল না। বরং মা ও মেয়ের উচ্চকণ্ঠই সব সময় শোনা যেত।