স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জাতীয় দলে জায়গা পান চাচা ইনজামামুলের কারণে। এমন সমালোচনার ঝড় প্রায় আসে পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম উল হকের বিরুদ্ধে। চাচার জোড়ে নয় নিজের পারফরমেন্স করেই জায়গা পান বলে এর প্রতিবাদও করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি আবারও সমালোচনার তোপে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ার হোয়াটঅ্যাপের এক নারীর আপত্তিকর কথোপথন স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর থেকে তার বিরুদ্ধে আলোড়ন সৃষ্টি হয়।
সেই কথোপকথন থেকেই জানা যায়, একাধিক নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্ক ছিলো তার। যে নারী কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, সেই নারীর সঙ্গেও বিশেষ সম্পর্ক ছিল ইমাম-উল হকের। স্ক্রিনশর্টটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই সেটা ভাইরাল হয়ে যায়।
এবার সেই নারী কেলেঙ্কারির ঘটনায় ক্ষমা চেয়েছেন ইমাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান মিডিয়াকে জানিয়েছেন ইমামের ক্ষমা চাওয়ার বিষয়টি। পাকিস্তানি এ ওপেনার পিসিবিকে জানিয়েছেন, ‘ভুল বোঝাবুঝির কারণেই ওই স্ক্রিনশর্টটি সোশ্যাল মিডিয়ায় চলে আসে এবং ভাইরাল হয়ে যায়।’
ওয়াসিম খান বলেন, ‘ইমাম-উল হক এ ঘটনায় অনুতপ্ত এবং ভুল বোঝাবুঝির কারণে যে ঘটনা ঘটে গেছে, তার জন্য তিনি অনুতপ্ত। আমরা তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, পিসিবি এমন কোনো আচরণ প্রত্যাশা করে না যা বোর্ডের স্ট্যান্ডার্ডের সঙ্গে খাপ খায় না। কারণ, ক্রিকেটাররা হচ্ছেন সারা বিশ্বে পুরো দেশের শুভেচ্ছাদূত।’
সম্পাদনা : এল আর বাদল/আক্তারুজ্জামান
আপনার মতামত লিখুন :