শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে ১০ বছর আগে যা বলেছিলেন নরেন্দ্র মোদি ◈ জামায়াত কাদের সঙ্গে জোট করবে, জানালেন সেক্রেটারি গোলাম পরোয়ার ◈ ৫৩ বছর দেখেছি, আমরা আরও দু-এক বছর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই:  নুরুল হক (ভিডিও) ◈ নবীনগরে বিপনী মার্কেটে আগুন, পুড়ে ছাই ১২ দোকান ◈ ‘ওরেশনিক’ রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ ফেসবুকে দাবি ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’, যা বলছে ফ্যাক্ট চেক ◈ মাগুরায় উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার ◈ জয়নাল থেকে বনে গেছেন ডা.আরিফ, নেই কোনো শিক্ষাগত যোগ্যতা (ভিডিও) ◈ গুমের বিচার ও গুম বিলুপ্ত করা আমাদের টপ প্রায়োরিটি : প্রেস সচিব ◈ ঢাকা মহানগরীতে মহাদুর্ভোগ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ ম্যাচ কুলাসেকারাকে উৎসর্গ করবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শ্রীলঙ্কার পেস বোলার নুয়ান কুলাসেকারা। আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর এ ম্যাচ জিতে কুলাসেকারাকে উৎসর্গ করতে চায় লঙ্কান টিম।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ৩৭ বছর বয়সী কুলাসেকারাকে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে দেখার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

তারা প্রেমাদাসায় ছোটো একটি অনুষ্ঠান করে সম্মানিত করতে যাচ্ছে কুলাসেকারাকে। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন কুলাসেকারা। এরপর শ্রীলঙ্কার পেস বোলিং আক্রমণের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ১৮৪ ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে নিয়েছেন ১৯৯ উইকেট। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক হয় কুলাসেকারার। সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলেছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ২১টি ম্যাচ খেলেছেন কুলাসেকারা। শিকার করেছেন ৪৮টি উইকেট। ক্রিকেটের এ রাজকীয় ফরম্যাটে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। অবশ্য সীমিত ওভারের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এ পেসার।

২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর ২০১৮ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নির্ভরযোগ্য অংশ ছিলেন তিনি। ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ উইকেট নিয়ে এই ফরম্যাটে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি কুলাসেকারা।

২০১৮ সালের মার্চের পর থেকে সিনিয়র লেভেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি কুলাসেকারা। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকেই বিদায় বলে দিলেন এ তারকা।

প্রসঙ্গত, এ সিরিজের প্রথম ম্যাচ খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা।

সম্পাদনা : রাশিদুল/রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়