লিহান লিমা: বিশ্বখ্যাত ভোগ ম্যাগাজিনের ব্রিটেনের সেপ্টেম্বর এডিশনের অতিথি সম্পাদক হচ্ছেন ‘ডাচেস অব সাসেক্স’ মেগান মের্কেল। প্রথমে তাকে ভোগের প্রচ্ছদে থাকার প্রস্তাব দেয়া হলেও মেগান বেছে নেন একেবারেই ভিন্ন প্রক্রিয়া। অতিথি সম্পাদক হিসেবে সেপ্টেম্বরের সংখ্যায় বিশ্বজুড়ে বাধা ভেঙ্গে সামনে এগিয়ে চলা ও নিজের পছন্দের ১৫ নারীকে তুলে এনেছেন ভোগের প্রচ্ছদে। এর থিম ‘পরিবর্তনের অভিমুখে’। ডেইলি মেইল
পৃথিবীজুড়ে অসাধারণ সব পরিবর্তন আনা এই নারীদের মধ্যে রয়েছেন ক্রাইস্টচার্চ হামলায় জাতিকে ঐক্যবদ্ধ করে রাখা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্দা আর্ডের্ন, শরণার্থী থেকে আন্তর্জাতিক মডেলে পরিণত হওয়া সুদানের কিশোরী আদুত আকেচ, সুইডেনের জলবায়ু বিষয়ক অধিকারকর্মী গ্রিতা থানবার্গ, বডি শেমিং নিয়ে ক্যাম্পেইন করা অধিকার কর্মী জামিলা জামিল, লিঙ্গ বৈষম্য নিয়ে সোচ্চার হওয়া নাইজেরিয়ান উপন্যাসিক চিমামান্দা নোগোজি আদিচিসহ । এদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, বিনোদন তারকা ও অধিকারকর্মী। যারা বৈচিত্র, লিঙ্গ সমতা ও পরিবর্তনের জন্য আন্দোলন করছেন। এই সংখ্যায় মেগান সাক্ষাতকার নিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার।
এক বিবৃতিতে এই ব্রিটিশ রাজবধূ বলেছেন, ‘আমি অনেক উচ্ছ¡সিত। বৈচিত্রময় এই সংখ্যা নিয়ে আমি অনেক আশাবাদী। প্রত্যাশা করছি পাঠকরা অনেক উৎসাহ পাবেন যেমনটি আমি পেয়েছি।’ পরিবর্তনের বার্তা দেয়া মেগানের এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন প্রতিটি মানুষ। এখানে আয়নার ছবি সংযুক্ত করে মেগান প্রতিটি পাঠককে বার্তা দেন, ‘প্রতিটি ব্যক্তিই তার ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে পরিবর্তন আনতে সক্ষম।’ এরআগে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না ও কেট মিডলটন ভোগের প্রচ্ছদে আসেন। কিন্তু মেগান চেয়েছেন মূল ফোকাস পড়ুক বিশ্বসমাজে আমূল পরিবর্তনের বার্তা দেয়া এই নারীদের ওপর। সম্পাদনা : ইকবাল খান
আপনার মতামত লিখুন :