নিউজ ডেস্ক: পারস্য উপসাগরে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময়কার ভিডিও ফুটেজ প্রকাশের পর এবার একটি অডিও প্রকাশ করা হয়েছে। ট্যাংকারটি আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের কমান্ডারের সঙ্গে কড়া ভাষায় কথা হয় ইরানি কমান্ডারের।সময় টিভি।
ব্রিটিশ ট্যাংকারকে রক্ষা করতে চেষ্টা করায় রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের কমান্ডারকে হুমকি দিয়ে ইরানি কমান্ডার বলেন, ‘নিজের জীবনকে হুমকির মুখে ফেলবেন না।’
সোমবার (২৯ জুলাই) ইরানি বার্তাসংস্থা আইআরআইয়ের খবরে ওই অডিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ব্রিটিশ তেলবাহী ট্যাংকার আটকের সময় ব্রিটেনের রাজকীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে অভিযানে বাধা না দিতে কড়া বার্তা দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
অডিওতে শোনা যায়, ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস মন্টরোজ (এফ-২৩৬) থেকে পাশের আন্তর্জাতিক পানিসীমায় তার অবস্থান ঘোষণা করা হচ্ছে। ব্রিটিশ যুদ্ধজাহাজটি তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছিল।
ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে এ বক্তব্য দেয়ার পরই আইআরজিসি’র একজন কর্মকর্তা বার্তা দেন, ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হলো সেপাহর নৌবাহিনীর টহল বোট: আপনাদেরকে এই ইস্যুতে হস্তক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে।
এ সময় ব্রিটিশ যুদ্ধজাহাজ থেকে জবাব দেয়া হয়, এটি হচ্ছে ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬। একটি বাণিজ্যিক জাহাজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রণালীতে এস্কর্ট দেয়ার জন্য আমি তার পাশে রয়েছি।
জবাবে ইরানি কর্মকর্তা বলেন, ব্রিটিশ যুদ্ধজাহাজ ফক্সট্রোট ২৩৬, এটি হচ্ছে সেপাহর নৌবাহিনীর টহল বোট, নিজের জীবনকে বিপদের মুখে ফেলবেন না।
উল্লেখ্য, গত ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের তেলবাহী একটি সুপার ট্যাংকার আটক করে ব্রিটিশ মেরিন সেনারা। পরে পারস্য উপসাগরে একটি ইরানি মাছধরা ট্রলারকে ধাক্কা দিলে ব্রিটিশ তেলবাহী ট্যাংকার স্টেনা ইমপেরোকে আটক করে ইরান।