শিরোনাম
◈ নতুন ডিসি নিয়োগে ফিট লিস্ট তৈরি হচ্ছে, আবার জেলা প্রশাসক বদলাবে সরকার ◈ ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা ◈ ইসকন থেকে ৪ মাস আগে বহিষ্কার হন চিন্ময় দাশ ◈ বৃদ্ধির পর ফের দেশের বাজারে কমল সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর ◈ বেগম খালেদা জিয়া'র  সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ◈ পরিকল্পিতভাবে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে, একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না : নাহিদ ইসলাম ◈ শ্রম আইন সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা  ◈ শিক্ষার্থীদের সংঘর্ষে অস্থির ঢাকা, শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার ◈ কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ ডিএমপির ◈ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে হবে, না হলে দেশ অন্যদিকে চলে যাবে: মোল্লা কলেজের অধ্যক্ষ

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ১২:৩৯ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদলে যাচ্ছে ঢাকা রেঞ্জের ৯৬ থানার চালচিত্র

ইসমাঈল ইমু : বদলে যাচ্ছে ঢাকা রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানার চালচিত্র। নবনিযুক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান পরিকল্পিতভাবে থানায় আসা জনসাধারণকে পুলিশি সেবা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে বদলি হয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দেন মো. হাবিবুর রহমান। এরপরই তিনি রেঞ্জের ১৩ জেলার ৯৬ থানায় বিদ্যমান নানা জটিলতা দূর করার উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে রেঞ্জের ৯৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিলো, ওসিদের দক্ষতা বাড়ানো, যেন তারা থানায় আসা মানুষের সঙ্গে সদাচারণ করেন। থানায় আগতরা যেন পুলিশের আচরণে সন্তুষ্ট থাকেন। কেউ জিডি করতে এলে তাকে হাসিমুখে চকলেট ও ফুল দিয়ে বরণ এবং সমস্যা শুনে জিডি এন্ট্রি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল আলম বলেন, ডিআইজির উদ্দেশ্য হচ্ছে- নতুন কিছু করা, জনবান্ধব পুলিশ বাহিনী হিসেবে ঢাকা রেঞ্জের ১৩ জেলাকে গড়ে তোলা।

তিনি বলেন, ভিসেরা রিপোর্ট বছরের পর বছর পরে থাকায় হত্যা মামলার নিস্পত্তি হতে দেরি হতো। আর এতে হত্যাকারীরা আইনের ফাঁক গলে বের হয়ে যেতেন। মামলার বাদীরা হতাশায় ভুগতেন। ডিআইজি যোগদানের পরই এ সমস্যাটি চিহ্নিত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে ১০৩টি ভিসেরা রিপোর্ট সংগ্রহ করে স্ব স্ব থানায় পাঠানোর ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, ওসি ছাড়াও এএসপি সার্কেল, অতিরিক্ত এসপি, কোর্ট ইন্সপেক্টর এবং ট্রাফিক ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোর্ট ইন্সপেক্টরদের প্রশিক্ষণের ফলে লব্ধ অভিজ্ঞতা তারা আদালতে মামলা পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাবেন। আদালতে চার্জগঠনের পর কোর্ট ইন্সপেক্টররা আরো দক্ষতার সঙ্গে মামলা পরিচালনা এবং সাক্ষীদের প্রয়োজনের সময় আদালতে হাজির করে আসামিদের শাস্তি নিশ্চিত করতে পারবেন। সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়