নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাইল্যান্ট কিলার বলা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। খাদের কিনারা থেকে অনেক ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপের মতো আসরে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি হাকিয়েছেনও তিনি। বর্তমানে সেই মাহমুদউল্লাহকে খুঁজে পাচ্ছে না বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ব্যর্থ ছিলেন তিনি। চলতি শ্রীলঙ্কা সফরেও একই ফলাফল। দলের যখন পারফরমেন্স দরকার তখন কথাই বলছে না তার ব্যাট। বিশ্বকাপে তার এমন পারফরমেন্সের কারণে পরবর্তি ম্যাচগুলোতে তাকে বাদ দেয়ার পরামর্শ দিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্রেসিং রুমের এক বিশ্বস্ত সূত্র থেকে এমন কথা জানা গেছে।
বিশ্বকাপে বাংলাদেশকে ইংল্যান্ড ৩৮৭ পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছিলো। শেষ ২০ ওভারে ২১৭ রানের প্রয়োজন ছিলো। তখন ব্যাটিংয়ে ছিলেন দলের নির্ভরযোগ্য ব্যটসম্যান মাহমুদউল্লাহ। কিন্তু এদিন তার ব্যাটিংয়ে জয়ের কোনো তাড়া দেখা যায়নি। ৪১ বলে ২৮ রান করে ফিরে গেছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সময়ে মাহমুদউল্লাহর এমন ব্যাটিংয়ে ক্ষিপ্ত হয়েছিলেন সাকিব। তাই টিম মিটিংয়ে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার কথা বলেন দলের সহঅধিনায়ক। সে সূত্রের মতে, ‘সাকিবের মতে, মাহমুদউল্লাহ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জেতার কোনো অভিপ্রায় দেখায়নি।’
তিনি বলেন, ‘৪১ বলে মাত্র ২৮ রানের ইনিংস খেলেছে সে, যেখানে বাংলাদেশের ২০ ওভারে প্রয়োজন ছিলো ১৯০ রানের মতো (২১৭ রান)। সেই সময় ড্রেসিং রুমের সবাই বিশ্বাস করেছিলো এই রান তাড়া করা সম্ভব। কিন্তু মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন জেতার জন্য ছিলো না, এটা মেনে নিতে পারেনি সাকিব।’
সম্পাদনা : রেজাউল আহসান/এল আর বাদল