শিরোনাম
◈ চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: মিলেছে নিহতদের পরিচয়, কাগজে যা লিখেছেন বেঁচে থাকা ব্যক্তি (ভিডিও) ◈ জ্যোতির রেকর্ডের পর ফারজানারও শতক, ম্যাচ ড্র ◈ ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই! সোহানা সাবার পোস্ট ◈ ক্রিকেট খেলা দেখতে এসে স্টেডিয়ামেই এক তরুণী সন্তান জন্ম! ◈ এবার আদানি পাওয়ার শ্রীলঙ্কার কাছে বেচতে চায় বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে  ◈ চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় জামায়াতের নিন্দা ও জড়িতদের বহিষ্কার ◈ মেঘনায় জাহাজে সাত খুন: যা  বললেন জাহাজের মালিক দিপলু রানা ◈ দেশের বাজারে কমলো সোনার দাম, কার্যকর মঙ্গলবার ◈  চাঁদা না পেয়ে জামায়াত নেতার পায়ের রগ কেটে দিল চাঁদাবাজরা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯, ০১:২২ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০১৯, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাছ লাগানো সদকায়ে জারিয়া

আমিন মুনশি : মানবজাতি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি এবং তাঁর খলিফা। পৃথিবীতে বসবাস করতে মানুষ প্রয়োজন পূরণে কোনো দিক থেকে সামান্য কষ্ট পাক তা আল্লাহ পাক চাননি। আল্লাহ বলেন, ‘তিনি তো সেই সত্তা যিনি এ পৃথিবীর সবকিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’ গাছের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেছেন- ‘আর তৃণলতা ও বৃক্ষাদি আল্লাহর আনুগত্য করে চলেছে।’ -আর রহমান : ৬ ‘তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য। এতে রয়েছে ফল, মূল এবং বহিরাবরণবিশিষ্ট খেজুর গাছ। আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধী ফুল।’ -আর রহমান : ১০-১২ ‘আকাশ ও মর্ত্যরে মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। (গাছপালাও আল্লাহর তাসবিহ পাঠ করছে)। -আস সফ : ০১

আল্লাহর সৃষ্টির যে কত বিচিত্র রূপ রয়েছে তার ইয়ত্তা নেই। কোনো গাছকে এতো বড় করেছেন যে, ওই গাছের মগডাল দেখতে গেলে ঘাড় বাঁকা হয়ে যেতে চায়। আবার কোনো গাছকে এত ছোট করেছেন যে, খালি চোখে দেখতে কষ্ট হয়। পরিবেশ বিজ্ঞানীরা গাছের আকার-আকৃতি ও বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করে গাছকে তিন ভাগে ভাগ করেছেন। (১) ফুলজ, (২) ফলজ, (৩) বনজ। গাছ থেকে আমরা জীবন ধারণের যাবতীয় উপকার পাই।
একটি গাছ একটি সন্তানের মতো। কোনো ব্যক্তি যদি একটি ফলবান বৃক্ষ রোপণ করে। ওই গাছ তার পরিবেশ সুন্দর করবে, তাকে অক্সিজেন দেবে। ফল দেবে, জ্বালানি কাজে সাহায্য করবে। ছায়া দেবে। ফল খেয়ে এবং ফল বিক্রি করে তার জীবিকা নির্বাহের ব্যবস্থা হতে পারে। সন্তান অনেক সময় বাপ-মায়ের সঙ্গে অসদাচরণ করে, তাদের ঝামেলায় ফেলে দেয়। কিন্তু গাছ কখনও তার রোপণকারীকে তা করে না। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুকে বিষমুক্ত করে আর অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে জীবন ধারণের উপযোগী করে তোলে। মোটকথা, জীবন ধারণের জন্য প্রাণিজগতকে বহুলাংশে গাছের ওপর নির্ভর করতে হয়।

গাছ লাগানো সদকায়ে জারিয়া। কেউ যদি কোনো ফলবান বৃক্ষ রোপণ করে আর সেই গাছের ছায়াতে যখন মানুষ বিশ্রাম নেয় তখনও রোপণকারী সওয়াব পেতে থাকবে। যখন ওই গাছের ফল মানুষ, পশু-পাখি খাবে তখনও রোপণকারী সওয়াব পাবে। গাছের পাতা, শাখা-প্রশাখা সর্বদা আল্লাহর জিকির করতে থাকে। ওই জিকিরের সওয়াব রোপণকারীর আমলনামায় উঠতে থাকে। ওই গাছে পাখি বাস করলে পাখিদের জিকিরের সওয়াবও রোপণকারীর আমলনামায় যোগ হবে। শুধু তাই নয়, ওই গাছের ফল থেকে আরও গাছ হবে। ওইসব গাছের ফল থেকে আরও গাছ হবে এভাবে কিয়ামত পর্যন্ত রোপণকারীর সওয়াবের ভাণ্ডার বৃদ্ধি পেতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়