শিরোনাম
◈ ‘জাতির পিতা’ বিধান বিলুপ্তির সুপারিশ: সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন ◈ রোহিঙ্গা সংকট সমাধানে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের ◈ বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ (ভিডিও) ◈ হঠাৎ ট্রাম্পকে যে কারণে ‘টোপ’ দিলেন জেলেনস্কি ◈ ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু, মোজাম্মেল হকের বাড়িতে র‌্যাব ◈ আপিল ট্রাইব্যুনালে জয়ী পুলিশ সদস্যদের চাকুরীতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন বৈষম্যবিরোধীর নেতাকর্মীরা ◈ সেদিন গাজীপুরে কি ঘটেছিল? আহতদের মুখে ঘটনার বর্ণনা ◈ টিউলিপের নামে গাজীপুরে বাংলো, যা বলছে লেবার পার্টি ◈ ফরিদপুরের সালথায় চার কৃষকের ১০ ঘরে আগুন, সব পুড়ে ছাই

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকণ্ঠ ছাড়লেন স্বদেশ রায়

জান্নাতুল পান্না: দৈনিক জনকণ্ঠ ছেড়ে দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায়। দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় (সংবাদপত্র) কাজ করার পর এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাল্টিমিডিয়া গণমাধ্যম জগতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।

রোববার ১৫ বছরের কর্মস্থল জনকণ্ঠের নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন স্বদেশ রায়। বলেছেন, ‘নতুন কিছু করতে চাই। এখন নিউমিডিয়ার সময়। আমি একটি মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি। মাল্টিমিডিয়ার জগতে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই।’

স্বদেশ রায় বলেন, ‘আমি মনে করি, নতুন প্রজন্মের জন্যে আমার কিছু করার আছে। আমি দায়িত্ববোধ থেকেই এবার দায়িত্বটা পালন করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’
তিনি বলেন, ‘বরাবরই আমি চ্যালেঞ্জ পছন্দ করি। দেশের অধিকাংশ জনগোষ্ঠী তরুণ। তাদের জন্য স্বাধীন দেশের গণমাধ্যম দরকার। রাষ্ট্র আমাকে সম্মানিত করেছে। আমার দায়িত্ব থেকেই সেই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি।’

২০০৪ সালের মার্চ থেকে দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন স্বদেশ রায়। এর আগে তিনি সচিত্র সন্ধানী, যায়যায়দিন, দৈনিক রূপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। বিরুদ্ধ সময়ে সাহসী উচ্চারণের জন্য তাকে ২০১৭ সালে সাংবাদিকতায় একুশে পদক দেয়া হয়।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়