জান্নাতুল পান্না: দৈনিক জনকণ্ঠ ছেড়ে দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিস্ট স্বদেশ রায়। দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় (সংবাদপত্র) কাজ করার পর এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে মাল্টিমিডিয়া গণমাধ্যম জগতে প্রবেশ করতে যাচ্ছেন তিনি।
রোববার ১৫ বছরের কর্মস্থল জনকণ্ঠের নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন স্বদেশ রায়। বলেছেন, ‘নতুন কিছু করতে চাই। এখন নিউমিডিয়ার সময়। আমি একটি মাল্টিমিডিয়ার সঙ্গে যুক্ত হচ্ছি। মাল্টিমিডিয়ার জগতে নতুন প্রজন্মকে গড়ে তুলতে চাই।’
স্বদেশ রায় বলেন, ‘আমি মনে করি, নতুন প্রজন্মের জন্যে আমার কিছু করার আছে। আমি দায়িত্ববোধ থেকেই এবার দায়িত্বটা পালন করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’
তিনি বলেন, ‘বরাবরই আমি চ্যালেঞ্জ পছন্দ করি। দেশের অধিকাংশ জনগোষ্ঠী তরুণ। তাদের জন্য স্বাধীন দেশের গণমাধ্যম দরকার। রাষ্ট্র আমাকে সম্মানিত করেছে। আমার দায়িত্ব থেকেই সেই চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি।’
২০০৪ সালের মার্চ থেকে দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন স্বদেশ রায়। এর আগে তিনি সচিত্র সন্ধানী, যায়যায়দিন, দৈনিক রূপালী, দৈনিক বাংলাবাজার পত্রিকায় কাজ করেছেন। বিরুদ্ধ সময়ে সাহসী উচ্চারণের জন্য তাকে ২০১৭ সালে সাংবাদিকতায় একুশে পদক দেয়া হয়।
সম্পাদনা: অশোকেশ রায়
আপনার মতামত লিখুন :