মোস্তফা ফিরোজ : ছেলেধরা গুজব ছড়িয়ে মানুষ হত্যাকা-ের পেছনে আইনমন্ত্রী বিএনপির সম্পৃক্ততার অভিযোগ তুললেন। অন্যদিকে ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এর কারণ এডিস মশার বিস্তার। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, রোহিঙ্গাদের মতোই এডিস মশার প্রজনন ক্ষমতা। কি আর করা! ভাবটা এমনই যে রোহিঙ্গারা দায়ী। তাদের কাছ থেকে এডিস মশারা প্রজননে উৎসাহিত হয়েছে। ছেলেধরা গুজবের পেছনে বিএনপি আর ডেঙ্গু রোগের পেছনে এডিস মশা-কাম রোহিঙ্গা। সরকারের কোনো কিছুতেই দায় নেই। ভালো যুক্তি। সরকার এখন বাধাহীন বলেই জানে সবাই। তার কোনো প্রতিপক্ষ নেই। কিন্তু তারপরও দেশে গণধর্ষণ,গণপিটুনি, হত্যা, ডেঙ্গু আতঙ্কে মানুষ দিশেহারা। রাজনৈতিক প্রতিপক্ষ যখন কোণঠাসা তখন ক্ষমতাসীনরা নিজেরা নিজেরা জোরেশোরে খেলাধুলা শুরু করেছে। নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতা ঢাকতে তারা অনেকটা কবরে থাকা শত্রুদের দোষারোপ করে হলেও দায়মুক্ত হতে চাইছে। তাই তাদের কর্মকা- অনেকটা ডান হাতের সঙ্গে বাম হাতের খেলার মতোই। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :