শিরোনাম
◈ গত ২৪ ঘন্টায় ৯৩ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার ◈ বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের ◈ আবেগঘন চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’ ◈ নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ ◈ বিডিআর হত্যাকাণ্ড: তদন্ত কমিশনে ফজলুর রহমানের নেতৃত্বে আছেন যারা ◈ নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা ◈ ডিবি থেকে নিয়ে ৯ তরুণকে খুন! সেই এক লোমহর্ষক ঘটনার অনুসন্ধান ◈ বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে পাওনা অর্থের পরিমাণ জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ◈ মুক্তিযোদ্ধার ওপর হামলা চালালো কারা? নিজ মুখেই জানালেন ভুক্তভোগী (ভিডিও) ◈ টাকার বিনিময়ে আ.লীগ নেত্রী মহিলা দলের সভাপতি! (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ০৭:২৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচেনা সাংবাদিকদের মাধ্যমে ইসরাইল আরবদের ঐক্য ধ্বংসের চেষ্টা করছে: আরব সাংবাদিক

ডেস্ক রিপোর্ট  : অপরিচিত আরব সাংবাদিকদের মাধ্যমে ইসরাইল এই অঞ্চলের সাধারন মানুষের ঐক্যে ভাঙ্গন ধরানোর প্রচেষ্টা করছে এবং এর মাধ্যমে ইসরাইলের সাথে আরব রাষ্ট্রসমূহ বিশেষ করে উপসাগরীয় রাষ্ট্রসমূহের সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি তেলআবিবে সফরের জন্য আরব সাংবাদিকদের ইসরাইলের আমন্ত্রণে বিভিন্ন আরব দেশের ছয় জন সাংবাদিকের অংশগ্রহণের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা এই কথা বলছেন।

ছয়জন সাংবাদিকের এই বিশেষ প্রতিনিধিদলের একজন, সউদি ব্লগার মুহাম্মদ সউদ এর মধ্যে মসজিদুল আকসা পরিদর্শনে গেলে তিনি ফিলিস্তিনিদের দ্বারা অপমানের শিকার হন, যার ভিডিওচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এর আগে ইসরাইলের বিশেষ আমন্ত্রনের প্রেক্ষিতে আরব সাংবাদিক সিন্ডিকেটসমূহ তাদের কোন সদস্যকে এধরনের সফরে অংশগ্রহনে বিরত থাকার সতর্কতা প্রদান করে অনেকগুলো বিবৃতি প্রকাশ করেছিল।

লন্ডন ভিত্তিক অনলাইন আরব সংবাদমাধ্যম আরাবী২১ (Arabi21) এর চিফ এডিটর ফিরাস আবু-হিলাল জানিয়েছেন, ইসরাইলে সফরে যাওয়া ব্যক্তিরা আরববিশ্বের কোন পরিচিত সাংবাদিক নন বা তারা শুধুমাত্র ব্লগে লেখালেখি করেন।

তিনি আরো প্রকাশ করেন, সাংবাদিক হিসেবে দাবি করা সফরকারী এই ব্যক্তিরা তাদের নিজেদের দেশের সাংবাদিক সংগঠনসমূহের সদস্য নন।

এই সফর আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরনের ‘কুৎসিৎ’ রূপকে তুলে ধরেছে বলে তিনি জানান।

আবু হিলাল বলেন,

“স্বাভাবিকীকরণের এই পদ্ধতি খুবই বিপজ্জনক কেননা ইসরাইল এর মাধ্যমে আরব সমাজের মধ্যে প্রবেশের এবং তার জনপ্রিয়তার চিত্র প্রতিফলন চেষ্টা করছে।”

আবু হিলালের মতে, আরব শাসকদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেয়ে ইসরাইল মূলত এই ধরনের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, যাতে করে তারা আরব জনসাধারনকে প্রভাবিত করতে পারে।

আরব এই সাংবাদিক জানান, এই সফর মূলত আরব-ইসরাইল দ্বন্দ্বকে আরব-ইরানি দ্বন্দ্বের তুলনায় কম গুরুতর হিসেবে উপস্থাপনের অংশ হিসেবে পরিকল্পিত হয়েছে।

উৎস: মিডল ইস্ট মনিটর

  • সর্বশেষ
  • জনপ্রিয়