মাহফুজুর রহমান : ইংরেজদের মাতৃভাষায় কথা বলতে বা লিখতেও গ্রামার যেমন শিখতে হয় না, তেমনই বাঙালিদেরও নিজ ভাষায় কথা বলতে গ্রামার দরকার হয় না... তবে গ্রামার ভাষাকে বিকশিত করে...
ৃএফ এম ( ফিরোজ মুকুল) এমনইভাবে ইংরেজি শেখার জন্য নিজেই কিছু কৌশল উদ্ভাবন করেছেন যা এফ এম মেথড নামে পরিচিত । এটাই মনে হয় দেশের সবচেয়ে পুরাতন ইংরেজি শেখার মেথড। তারা গ্রামার শেখায় না, এদের কিছু ফর্মা আছে, যা শিখলে এমনিতেই নির্ভুল গ্রামার হয়ে যায়, কথা খুব দ্রুতও বলা যায় এবং পরবর্তী সময়ে যা মানুষ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে... এদের কোর্স আয়ত্তে নিতে পারলে যে কেউ পৃষ্ঠার পর পৃষ্ঠা ইংরেজিতে লিখতে পারে, তাকে গ্রামারের কথাও ভাবতে হয় না... অনেক মাস্টার্স পাস ছাত্রদেরও আমি দেখেছি... ইংরেজিতে একটি শুদ্ধ দরখাস্ত লিখতে পারে না! কি অদ্ভুত আমাদের শিক্ষা ব্যবস্থা। আমি দেখেছি এফ এম মেথডের কিছু এদিক-ওদিক করেই দেশে এখন নানা মেথড গড়ে উঠেছে... ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :