শাখাওয়াত মুকুল: অনেক বাধা বিপত্তি পেরিয়ে দ্রুতগতিতে চলছে দেশের মেঘাপ্রকল্পগুলোর কাজ। বিশ্ল্ষেকরা বলছেন প্রকল্পগুলো শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য আসবে দেশে। একইসঙ্গে রাজধানীতে ফিরবে স্বস্তি। তবে, টেকসই উন্নয়ন পেতে প্রকল্পগুলোয় নজর বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। নিউজ২৪, ২০:০০
মেঘাপ্রকল্পগুলোর মধ্যে অন্যতম পদ্মা সেতু। সেতুটির ৪২টি পিলারের মধ্যে সবগুলোর ফাইলিং শেষ। ১৪টি স্প্যানের পদ্মা সেতুর ২১শ’ মিটার এখন দৃশ্যমান। সংশ্লিষ্টরা বলছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে সেতুটি দিয়ে যানবাহন চলবে।
এদিকে, সরকারের আরেক মেঘাপ্রকল্প মেট্রোরেল। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম এই মেট্রোরেলের কাজ এগোতে থাকলেও বেড়েছে সময়। ২০১৯সালে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর কথা বলা হলেও এখন টার্গেট ২০২১সালের ডিসেম্বর। এছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট(বিআরটি প্রকল্প) ২০২০ সালে শেষ করার সময়সীমা থাকলেও ২০২১ সালে সম্পন্ন হওয়ার কথা জানালেন মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
যোগাযোগের আরেক মেঘাপ্রকল্প চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ। ১৮হাজার কোটি টাকার এই প্রকল্পে এখন চলছে জমি অধিগ্রহণের কাজ। এছাড়া, এক লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকার রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি প্রায় ত্রিশ শতাংশ। এই প্রকল্পে উৎপাদন হবে দুই হাজার চার শ’ মেঘাওয়াট বিদ্যুৎ। যা ৬০বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে।
এদিকে, ২০১৪ সালে শুরু হওয়া মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালে। ১২শ’ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্পন্ন এই প্রকল্পের কাজ সাড়ে চার বছরে অগ্রগতি হয়েছে মাত্র ২১ শতাংশ। সম্পাদনা: এইচএম জামাল।
আপনার মতামত লিখুন :