শিরোনাম
◈ ফের অস্থির ডলার বাজার, দাম বে‌ড়ে ১২৯ টাকা ◈  প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ ◈ বাংলাদেশের ওপর ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি (ভিডিও) ◈ কতো টাকার মালিক দুদক চেয়ারম্যান, জানালেন নিজেই (ভিডিও) ◈ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধন

মাহফুজ নান্টু, কুমিল্লা : ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ শ্লোগানে কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও কুমিল্লা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউনহল মাঠ থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ র্যাললি ও প্রচারপত্র বিলি করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

ডেঙ্গু জ্বরের ভয়াবহতা রোধে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যেগে জনসচেতনতামূলক র্যা লি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সাথে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা অনুপ রডুয়া ও সিটি কর্পোরেশনের কর্মচারীসহ বিভিন্ন সংস্থার মানুষজন। পরে নগরীর ২৭টি ওয়ার্ড পরিচ্ছন্নতায় সিটি করপোরেশনের ৪শ শ্রমিক নিয়োজিত করা হয়।

এরই ধারাবাহিকতায় নগরীর যে সকল ওয়ার্ডে ডোবা, অপরিচ্ছন্ন খাল, পুকুর রয়েছে সেগুলোও পরিস্কার করে মশক নিধন ওষুধ ছিটানো হয়। এসম উপস্থিত ছিলেন কুসিক বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ১, ২ ও ৩ নং ওয়ার্ড-এর সংরক্ষিত আসনের কাউন্সিল কাউছারা বেগম সুমি।

সম্পাদনা : মিঠুন/ মুনশি

  • সর্বশেষ
  • জনপ্রিয়