শাহনাজ বেগম : গত এপ্রিল মাসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কয়েকটি গীর্জা ও বিলাস বহুল হোটেলে আত্মঘাতী সন্ত্রাসী হামলার দায় আইএস স্বীকার করলেও বুধবার দেশটির পুলিশি তদন্ত প্রতিবেদনে তার কোন প্রমাণ পায়নি। ওই হামলায় ২৫০ জন নিহত হয়েছিলেন। রয়টার্স, দ্য টাইমস অব ইন্ডিয়া
২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলার ঘটনা। দেশটির অপরাধ তদন্ত পুলিশ প্রধান রবি সেনেভিরাত্নে জানান, ওই হামলার দায় আইএস স্বীকার করলেও তদন্ত প্রতিবেদনে তেমন প্রমাণ মেলেনি। তবে স্থানীয় দুই ইসলামি গ্রুপের সদস্য ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) এবং জামেতি মিলেথু ইব্রাহিমের সদস্যরা ওই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছিলো। তারা সিরিয়ান ইসলামিক স্টেট থেকে প্রশিক্ষণ নিয়েছিলো। সম্পাদনা : রাশিদুল/ আহসান
আপনার মতামত লিখুন :