শিরোনাম
◈ স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, স্থবির জনজীবন ◈ গ্যাস সংকটে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত, দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ উদ্যোক্তারা ◈ তাইজুলের স্পিনে বাংলা‌দেশ ম্যাচে ফির‌লো, দিন শে‌ষে জিম্বাবু‌য়ে ২২৭/৯  ◈ পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি ◈ বাংলাদেশের জন্য কী রাখাইনের জন্য করিডর ঝুঁকি তৈরি করতে পারে? ◈ বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলেও যেসব বিষয়ে সতর্ক থাকবেন ◈ দেশে লাইসেন্স পেল স্টারলিংক ◈ নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি ◈ ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ পরিচালকের বৈঠক অনুষ্ঠিত ◈ ২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোডসকে বাদ দেয়ার কারণ জানালেন পাপন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের পরেই চাকরি হারাচ্ছেন প্রধান কোচ স্টিভ রোডস এমন গুঞ্জন শোনা গিয়েছিলো আসরের মাঝপথেই। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফেরার এক দিন পরেই সেই গুঞ্জন সত্যিতে পরিণত হয়ে গেলো। চুক্তি শেষ হওয়ার আগেই রোডসকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কেনো রোডসকে বাদ দেয়া হয়েছে এতোদিন সেটার কারণ পরিস্কারভাবে জানা যায়নি। বুধবার সেই কারণ জানালেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগার ক্রিকেটারদের লম্বা ছুটি স্বাভাবিক ভাবে নেননি বিসিবি সভাপতি। ক্রিকেটাররা যে ইংল্যান্ডে ছুটিতে রয়েছে তা তিনি জানতেন না। রোডসের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণগুলোর মধ্যে এটা অন্যতম, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাঁচ দিনের ছুটি দেয়া, বিশ্রাম দিতেই পারে। বিশ্রাম আর ছুটি দুই জিনিস। বিশ্বকাপে আমাদের সামনে তখন ভারত-পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ। অথচ খেলোয়াড়রা ইউরোপে বেড়াতে যাচ্ছে, এটা হতে পারে না। এটা সঠিক সিদ্ধান্ত ছিলো না। এক-দুই দিনের বিশ্রাম হতে পারতো। তাদের ভাবনায় ক্রিকেটের বাইরে আর তো কিছু থাকার কথা না। এতে যে মনোযোগে ভীষণ বিঘ্ন ঘটে। এমনটা ঘটনা আগে ঘটেনি। এটা একেবারেই অস্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘আকরাম-সুজন ওখানে ছিলেন। তারাও জানেন না। ছুটি হয়ে যাওয়ার পর জানেন।’

এছাড়া একাদশ নিয়েও সমস্যা তৈরি হয়েছিলো। পাপন বলেন, ‘পাকিস্তান ম্যাচের আগে রাত সাড়ে ১১টা পর্যন্ত আমি টিমের সঙ্গে হোটেলে ছিলাম। ওখানে একাদশ নিয়ে পরিকল্পনা হয়েছে। দেখলাম মুশফিকের হাত স্লিংয়ে ঝুলছে। সে হাত নাড়াতেই পারছে না। জানলাম, মুশফিক একাদশে নেই। মাশরাফি আগের দিন থেকেই নেই। অনুশীলন করেনি। দলের মিটিংয়ে সে ছিলো না। আমরা একাদশ ঠিক করলাম। কোচ ও সাবই সেখানে ছিলেন। পরের দিন দেখলাম অন্য একাদশ নামছে। অবশ্যই এসব সমস্যা।’

সম্পাদনা : রাশিদুল ও রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়