শিরোনাম
◈ যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হাসিনার দুর্নীতির ফিরিস্তি খুঁজতে ◈ নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা দিতে পারব না: ফখরুল (ভিডিও) ◈ ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহার: অভিযোগ প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত, পুড়েছে শতাধিক বাড়িঘর ◈ তামিম ইকবাল প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজারি ক্লাবে  ◈ সমন্বয়ক সারজিসের ইলিয়াসকে উপদেষ্টা বানানোর দাবি, যা জানা গেল ◈ রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়ে মিয়ানমারে জাতীয় ঐক্য সরকার জরুরি ◈ শেষ ওভারে ২৬ রান, সোহান তান্ডব ফরচুন বরিশালের বিরুদ্ধে রংপুরের দুর্দান্ত জয় ◈ তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল ◈ সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া, তিন মোড়লের চামচা ‘আইসিসি’ ক্রিকেট বিশ্ব চালাতে পারে না, ফিফা ফুটবল বিশ্ব চালায়

প্রকাশিত : ২৩ জুলাই, ২০১৯, ০৫:৫০ সকাল
আপডেট : ২৩ জুলাই, ২০১৯, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারাদেশে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০

মহসীন কবির: সারাদেশে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩শত ২০টি। হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে বিআরটিএ। মঙ্গলবার (২৩ জুলাই) হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন বিআরটিএ’র আইনজীবী রাফিউল ইসলাম।

তিনি জানান, এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন রয়েছে।

এর আগে ২৪ জুন সারা দেশের ফিটনেস বিহীন, আন রেজিস্টার্ড ও লাইসেন্স ছাড়া গাড়ির সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। আদালতে তলবের পরিপ্রেক্ষিতে বিআরটিএ এর পরিচালক ও মুখপাত্র মাহবুব-ই রাব্বানী আদালতে হাজির হলে বিআরিএ’র কার্যক্রম, সড়কে দুর্ঘটনা, ফিটনেস ও আন রেজিস্টার্ড গাড়ি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বহীনতা নিয়েও প্রশ্ন ওতালেন আদলত।

২০১৮ সালের পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায় ৫১৪টি দুর্ঘটনায় নিহত হন ৭ হাজার ২২১ জন, আহত ১৫ হাজার ৪৬৬ জন। এসব দুর্ঘটনার কারণ হিসেবে সড়কে অনিয়ম ও বিশৃঙ্খলা, ফিটনেস বিহীন গাড়ি চলাচল, লাইসেন্সবিহীন ও অনভিজ্ঞ চালকের হাতে গাড়ি তুলে দেয়াসহ বিভিন্ন অভিযোগ করা হয়।

সোমবার আাদলতের তলবের পরিপ্রেক্ষিতে বিআরটিএ’র দেয়া প্রতিবেদনেও ফিটনেস বিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া গাড়ি চালক ও অননুমোদিত গাড়ির সংখ্যা দেখে বিষ্মিত হন হাইকোর্ট। প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ফিটনেসবিহীন বাহনের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ এবং শুধু রাজধানীতেই এই সংখ্যা ১লাখ ৬৮ হাজার ৩০৮টি। আদালত প্রশ্ন তোলেন, পুলিশ, বিআরটিএসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সামনে রাস্তায় এসব গাড়ি কিভাবে চলছে?

শুনানি শেষে লাইসেন্স নিয়েছে কিন্তু নবায়ন করেনি, নিবন্ধনকৃত ফিটনেসবিহীন গাড়ির এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহনের তালিকা এক মাসের মধ্যে জেলা ভিত্তিক তথ্য জমা দিতে বিআরটিএ’কে নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারে নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ। একই সাথে প্রতিবেদনে লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া যানবাহনের তালিকা, গাড়ির নম্বর ও মালিকের নামসহ বিস্তারিত উল্লেখ থাকতে হবে বলেও আদেশ দেন আদালত।

সম্পাদনা : রাশিদ/মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়