ড. আসিফ নজরুল : কুখ্যাত খুনি, ধর্ষক, দুর্নীতিবাজ, মাদকব্যবস্যায়ীÑ সবার জন্য আইনজীবীরা লড়তে পারেন তাহলে মিন্নির জন্য কেন, কোনো আইনজীবী নেই? এটা দেখে আমার তো সন্দেহ হচ্ছে নয়ন বন্ডের গড়ফাদাররা আছে তাকে ফাঁসিয়ে দেয়ার পেছনে। না হলে তার পক্ষে লড়তে ভয় বা অনীহা কেন সেখানকার সব আইনজীবীর? মিন্নির পক্ষে দাঁড়ানোর জন্য নেই কোনো মানবাধিকার সংগঠনও?
নির্বাচিত মন্তব্য : জাস্ট হাসান- মিডিয়া চুপ, আইনজীবী নেই, সব মিলিয়ে এখন ঘটনা কোন দিকে যাচ্ছে তা বুঝাই যাচ্ছে। ডেইলিস্টারের নিউজের সব থেকে বড় প্রমাণ! এই ঘটনার মাস্টারমাইন্ড হচ্ছে ওই এলাকার এমপি কিন্তু যখন থলের বিড়াল বাইরে আসতে দেখলেন পল্টি দিলেন আর এখন ঘটনা সম্পূর্ণ প্রেমকাহিনী বানিয়ে দিলেন। নয়ন বন্ডকে ক্রস ফায়ার দিয়ে অনেক কছুকে আড়াল করে দেওয়া হয়েছে। না হলে রিফাত ফরাজিকে কেন ক্রস দেওয়া হলো না!
২. দিদার দিদার- মিন্নিকে রিমান্ডে নিয়েছে তা সঠিক হয়েছে কিন্তু যা দেখা যাইতেছে, সবকিছু তার উপর উঠিয়ে দেয়া হবে এবং বাকি আসামিদের জামিনের রাস্তা সহজ করে নেওয়া হবে, এর মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ বাকি আসামিদের পক্ষে এমপি এবং জেলা চেয়ারম্যান আছেন, বাংলাদেশের বাস্তবতার প্রভাবশালীর হাত থাকলে কি হয় সবাই জানে, বিচার সবার হোক, এমনকি কি মিন্নিরও, তবে সবার জন্যে আইনজীবী থাকা প্রয়োজন, সঠিক বিচারের স্বার্থে। ফেসবুক থেকে
আপনার মতামত লিখুন :